দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১. আর্গন গ্যাসটি বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে?

ক. স্ট্রাটোমণ্ডল খ. ট্রপোমণ্ডল

গ. এক্সোমণ্ডল ঘ. তাপমণ্ডল

২. স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্য হলো, এটি—

i. আর্দ্র বায়ুযুক্ত

ii. বিমান চলাচলের উপযোগী

iii. অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কেন?

ক. বায়ুর গতিপথে পর্বতের অবস্থানের জন্য

খ. তাপ ও চাপের পার্থক্যের জন্য

গ. চাপ বলয়ের অবস্থান পরিবর্তনের জন্য

ঘ. নিরক্ষীয় নিম্ন ও উচ্চচাপ বলয়ের জন্য

৪. মৌসুমি বায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো—

i. এটি একটি আঞ্চলিক বায়ু

ii. ঋতু আশ্রয়ী বায়ু

iii. শীত ও গ্রীষ্ম ঋতুভেদে এ বায়ুর দিক পরিবর্তন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. নিচের কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত?

ক. কৃষিক্ষেত্রে নিশ্চয়তা

খ. ভূমিকম্প

গ. তাপমাত্রা বৃদ্ধি

ঘ. মরুকরণ

আরও পড়ুন

৬. পৃথিবীকে বেষ্টন করে রাখা গ্যাসীয় আবরণটি কী?

ক. অশ্মমণ্ডল খ. গুরুমণ্ডল

গ. জীবমণ্ডল ঘ. বায়ুমণ্ডল

৭. ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডলের ব্যাপ্তি কত?

ক. প্রায় ১০,০০০ কিমি পর্যন্ত

খ. প্রায় ১০,০০০ মাইল পর্যন্ত

গ. প্রায় ১৫,০০০ কিমি পর্যন্ত

ঘ. প্রায় ১৫,০০০ মাইল পর্যন্ত

৮. বায়ুমণ্ডলে আয়তনের দিক থেকে শতকরা কত ভাগ অক্সিজেন ও নাইট্রোজেন দখল করে আছে?

ক. ৬৮.২৯ ভাগ খ. ৭০.১৭ ভাগ

গ. ৯৮.৭৩ ভাগ ঘ. ৯৯.৭৩ ভাগ

৯. সার তৈরিতে বায়ুমণ্ডল থেকে কোন উপাদানটি সংগ্রহ করা হয়?

ক. নাইট্রোজেন খ. জলীয় বাষ্প

গ. বোরন ঘ. আর্গন

১০. বায়ুমণ্ডলের প্রধান উপাদান কয়টি?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১.গ ২.গ ৩.খ ৪.গ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.গ ৯.ক ১০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন