দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. জিপিএস তার রিসিভার দিয়ে কোথা থেকে তথ্য সংগ্রহ করে?

ক. ভূ–উপগ্রহ

খ. গ্রিনিচ মানমন্দির

গ. মোবাইল ফোন থেকে

ঘ. আবহাওয়া অফিস থেকে

১২. কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার ওপর আসে, তখন ঘড়িতে কয়টা বাজে?

ক. ১০টা খ. ১২টা

গ. ১টা ঘ. ২টা

১৩. যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?

ক. ২টি খ. ৪টি

গ. ৬টি ঘ. ৮টি

১৪. কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে?

ক. ২টি খ. ৩টি

গ. ৫টি ঘ. ৬টি

১৫. গ্রিনিচ কোথায় অবস্থিত?

ক. লন্ডনে খ. ফ্রান্সে

গ. জার্মানিতে ঘ. রোমে

আরও পড়ুন

১৬. বাংলাদেশ যুক্তরাজ্যের কোন দিকে অবস্থিত?

ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে

গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে

১৭. প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য কত সময়ের ব্যবধান হয়?

ক. ৪ মিনিট খ. ৮ মিনিট

গ. ১২ মিনিট ঘ. ১৬ মিনিট

১৮. GIS-এর পূর্ণ রূপ কী?

ক. Global Information System

খ. Global Ideology System

গ. Geographic Information System

ঘ. Geography Identity System

১৯. সর্বপ্রথম কত সালে GIS কৌশলটির ব্যবহার শুরু হয়?

ক. ১৯৬৪ সালে খ. ১৯৬৫ সালে

গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৮ সালে

২০. কোন দেশে সর্বপ্রথম GIS কৌশলের ব্যবহার আরম্ভ হয়?

ক. যুক্তরাষ্ট্রে খ. জাপানে

গ. কানাডায় ঘ. মিসরে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.ক ১২.খ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন