অধ্যায় ৭
১৯. খতিয়ানে লেনদেনগুলো সাজিয়ে রাখা হয়–
i. সারিবদ্ধভাবে
ii. শ্রেণিবদ্ধভাবে
iii. তারিখের ক্রমানুসারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. বাস্তবক্ষেত্রে হিসাবের বিশেষ প্রচলিত ছক কোনটি?
ক. চলমান জের ছক
খ. স্থায়ী জের ছক
গ. ‘T’ ছক
ঘ. সাতঘরা খতিয়ান ছক
২১. ব্যক্তিবাচক হিসাবে ক্রেডিট ব্যালেন্স কী হয়?
ক. কারবারের আয়
খ. কারবারের বিনিয়োগ
গ. কারবারের সম্পদ
ঘ. কারবারের দায়
২২. হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের অপেক্ষা বেশি হলে কোনটি প্রকাশ করবে?
ক. ডেবিট ব্যালেন্স খ. ক্রেডিট ব্যালেন্স
গ. সম্পদ ঘ. দায়
২৩. সমাপ্তি ব্যালেন্সের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. বি/ডি খ. সি/ও
গ. বি/এফ ঘ. সি/ডি
২৪. খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে—
i. সম্পদ ii. খরচ
iii. আয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. ব্যালেন্স C/D–এর পূর্ণরূপ কোনটি?
ক. Carried Down
খ. Dray Down
গ. Carried Downward
ঘ. Cross Down
২৬. ব্যালেন্স বি/ডি বলতে কোনটি বোঝায়?
ক. পেছনে নীত
খ. নিচে নীত
গ. পেছনে থেকে আনীত
ঘ. নিচে নীত
২৭. সি/এফ কথাটির অর্থ কী?
ক. পেছন থেকে আনীত
খ. সম্মুখে নীত
গ. পেছনে থেকে আনীত
ঘ. নিচে নীত
২৮. খতিয়ানের আধুনিক বা চলমান জের ছক মোট ঘরের সংখ্যা?
ক. পাঁচটি খ. ছয়টি
গ. সাতটি ঘ. আটটি
২৯. খতিয়ানের চলমান জের ছকের অন্য নামটি কী?
ক. টি ছক খ. চারঘরা খতিয়ান ছক
গ. বিশেষায়িত ছক
ঘ. সনাতন ছক
৩০. B/D–এর পূর্ণরূপ কী?
ক. Bring Down খ. Brought Down
গ. Bear Down ঘ. Bought Down
৩১. B/F–এর পূর্ণরূপ কী?
ক. Brought Forward
খ. Borrowed Furrowed
গ. Bring Forward
ঘ. Brought From
৩২. বি/ডি দ্বারা কী বোঝায়?
ক. ওপর থেকে নিজে
খ. ওপর থেকে আনীত
গ. নিচে নীত
ঘ. পেছনে হতে আনীত
৩৩. খতিয়ান হতে জানা যায়—
i. মোট আয় ii. মোট ব্যয়
iii. মোট সম্পদ ও মোট দায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. মূল হিসাব নামে অভিহিত করা হয়—
i. শুধু দেনাদার হিসাব
ii. শুধু পাওনাদার হিসাব
iii. শুধু ক্রয় হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ঘ ৩৪. ক
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা