অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৩ - বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৮১. হোয়াইট হ্যাট হ্যাকারকে কী বলা হয়?

ক. এথিক্যাল হ্যাকার

খ. লজিক্যাল হ্যাকার

গ. গ্রে হ্যাকার

ঘ. ব্ল্যাক হ্যাট হ্যাকার

৮২. অসৎ উদ্দেশ্যে কম্পিউটারে অনুপ্রবেশকারীকে কী বলে?

ক. গ্রে হ্যাট হ্যাকার

খ. ব্ল্যাক হ্যাট হ্যাকার

গ. এথিক্যাল হ্যাকার

ঘ. আয়রন হ্যাকার

৮৩. কোনো কম্পিউটার সিস্টেমের উন্নতির জন্য নিরাপত্তা ছিদ্রগুলো খুঁজে বের করাকে কী বলে?

ক. গ্রে হ্যাট হ্যাকার

খ. এথিক্যাল হ্যাকার

গ. ব্ল্যাক হ্যাট হ্যাকার

ঘ. লজিক্যাল হ্যাকার

৮৪. কোন ধরনের হ্যাকার কোনো সিস্টেমের উন্নতির জন্য সেটির নিরাপত্তা ছিদ্রসমূহ খুঁজে বের করে?

ক. হোয়াইট হ্যাট হ্যাকার

খ. গ্রে হ্যাট হ্যাকার

গ. ব্ল্যাক হ্যাট হ্যাকার

ঘ. ইয়েলো হ্যাট হ্যাকার

৮৫. নানান দলে বিভক্ত হতে পারে—

i. হোয়াইট হ্যাট হ্যাকার

ii. ব্ল্যাক হ্যাট হ্যাকার

iii. গ্রে হ্যাট হ্যাকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৮৬. হ্যাকিংকে গণ্য করা হয় কী হিসেবে?

ক. গবেষণা হিসেবে

খ. অপরাধ হিসেবে

গ. মেধা হিসেবে

ঘ. পারদর্শিতা হিসেবে

৮৭. সাইবার অপরাধের একটা বড় অংশ কী?

ক. প্রচারণা খ. প্রতারণা

গ. বিপজ্জনক ঘ. কোনোটিই নয়

৮৮. কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে বিনা অনুমতিতে অনুপ্রবেশকারীকে কী বলে?

ক. হ্যাকিং খ. হ্যাকার

গ. স্প্যাম ঘ. প্রতারণা

৮৯. ইন্টারনেট ব্যবহার করে হুমকি প্রদর্শন কী ধরনের অপরাধ?

ক. ডাকাতি খ. ছিনতাই

গ. ঘুষ গ্রহণ ঘ. সাইবার অপরাধ

৯০. ইন্টারনেটে আপত্তিকর তথ্য প্রকাশ কী হিসেবে গণ্য হয়ে থাকে?

ক. প্রচারণা খ. অপরাধ

গ. অন্যায় ঘ. প্রতারণা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৮১.ক ৮২.খ ৮৩.খ ৮৪.ক ৮৫.ঘ ৮৬.খ ৮৭.খ ৮৮.খ ৮৯.ঘ ৯০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন