অষ্টম শ্রেণি – বাংলা ২য় পত্র | বিরামচিহ্ন - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিরামচিহ্ন

১. বাক্যের শেষে ব্যবহৃত বিরামচিহ্ন কতটি?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

২. একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কী বসে?

ক. কোলন বসে খ. কমা বসে

গ. প্রশ্নচিহ্ন বসে ঘ. সেমিকোলন বসে

৩. বাংলায় কোন চিহ্নটিকে সংযোগ চিহ্ন বলা হয়?

ক. কোলন খ. হাইফেন

গ. সেমিকোলন ঘ. কমা

৪. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে?

ক. বন্ধনী খ. হাইফেন

গ. প্রশ্নবোধক ঘ. বিস্ময়সূচক

৫. বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কোন চিহ্ন বসে?

ক. কোলন খ. সেমিকোলন

গ. কমা ঘ. হাইফেন

আরও পড়ুন

৬. বাক্যে সম্বোধনের পরে কোন যতিচিহ্ন বসে?

ক. কমা খ. সেমিকোলন

গ. কোলন ঘ. বিস্ময়চিহ্ন

৭. উদ্ধৃতির আগে কোন বিরামচিহ্ন বসে?

ক. দাঁড়ি খ. সেমিকোলন

গ. হাইফেন ঘ. কোলন

৮. দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরামচিহ্নটি বসবে?

ক. কমা খ. দাঁড়ি

গ. কোলন ঘ. সেমিকোলন

৯. কোলনের সাংকেতিক চিহ্ন কোনটি?

ক. :- খ. ;

গ. : ঘ. “”

১০. নাটকের সংলাপের আগে কোন বিরামচিহ্ন বসে?

ক. হাইফেন খ. বিস্ময়চিহ্ন

গ. ড্যাস ঘ. কোলন

সঠিক উত্তর

বিরামচিহ্ন: ১.গ ২.খ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.গ ১০.ঘ

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

আরও পড়ুন