[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৩
২৯. জলবায়ুগত মানচিত্রে যেটি সম্পৃক্ত থাকে—
i. বায়ুর চাপ
ii. বৃষ্টিপাত
iii. তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. একটি দেশে একাধিক প্রমাণ সময় হওয়ার কারণ কী?
ক. সময় ঠিক রাখার জন্য
খ. বিদেশিদের জন্য
গ. শিল্পায়নের জন্য
ঘ. জনসংখ্যা বৃদ্ধির জন্য
৩১. গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?
ক. ০° খ. ৬০°
গ. ৯০° ঘ. ১৮০°
৩২. কোনটি গুণগত মানচিত্রের অন্তর্গত?
ক. বায়ুর উত্তাপ
খ. বৃষ্টিপাতের পরিমাণ
গ. শিল্প উত্পাদন
ঘ. স্থানীয় বৈচিত্র্যসূচক
৩৩. GPS-এর পূর্ণরূপ কী?
ক. General Post System
খ. General Positioning System
গ. Global Posting System
ঘ. Global Positioning System
৩৪. পৃথিবীর স্থানিক তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কী?
ক. জিপিএস খ. জিআইএস
গ. সেক্সট্যান্ট ঘ. রেইনগেজ
৩৫. জিআইএস (GIS) কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
ক. ১৯৬৪ সাল খ. ১৯৮০ সাল
গ. ১৯৮৮ সাল ঘ. ২০০৬ সাল
৩৬. মানচিত্রে দিক দেখানো না থাকলে কোন দিককে উত্তর দিক ধরা হবে?
ক. ডান দিক খ. বাম দিক
গ. ওপরের দিক ঘ. নিচের দিক
৩৭. কাজের ওপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২৯.ঘ ৩০.ক ৩১.ক ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.খ ৩৬.গ ৩৭.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]