দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৩

১১১. ‘যখন একটি জাতির নেতা পালিয়ে যায়, তখন ঐ জাতির মনোবল ভেঙে যায়’—এ উক্তিটি কার?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

খ. জে এন দীক্ষিতের

গ. মাওলানা ভাসানীর

ঘ. তাজউদ্দীন আহমদের

১১২. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?

ক. ১০ এপ্রিল খ. ১৩ এপ্রিল

গ. ১৫ এপ্রিল ঘ. ১৭ এপ্রিল

১১৩. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কোথায়?

ক. নওগাঁয় খ. কুষ্টিয়ায়

গ. মেহেরপুরে ঘ. যশোরে

১১৪. মুজিবনগর সরকারের সদর দপ্তর মেহেরপুর থেকে কোথায় স্থানান্তর করা হয়?

ক. কলকাতায় খ. পাঞ্জাবে

গ. দিল্লিতে ঘ. অযোধ্যায়

১১৫. পাকিস্তানি বাহিনীকে প্রথমে প্রতিরোধ করে—

i. সাধারণ বাঙালি

ii. ইপিআর বাহিনী

iii. পুলিশ বাহিনী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৬. পাকিস্তানি বাহিনী আক্রমণ করে—

i. রাজারবাগ পুলিশ লাইনস

ii. পিলখানার ইপিআর হেড অফিস

iii. ঢাকা বিশ্ববিদ্যালয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর কে ছিলেন?

ক. তাজউদ্দীন আহমদ

খ. আ স ম আব্দুর রব

গ. তোফােয়ল আহমেদ

ঘ. এম মনসুর আলী

১১৮. মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে সরাসরি সমর্থন জানায় নিচের কোন রাষ্ট্র?

ক. যুক্তরাজ্য খ. সোভিয়েত ইউনিয়ন

গ. ভারত ঘ. যুক্তরাষ্ট্র

১১৯. বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে নিচের কোন রাষ্ট্র প্রথম স্বীকৃতি দেয়?

ক. মালদ্বীপ খ. যুক্তরাজ্য

গ. নেপাল ঘ. ভারত ও ভুটান

১২০. বিবিসি ও লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা প্রচার করে—

i. পাকিস্তানি বাহিনীর নির্যাতন

ii. শরণার্থীদের করুণ অবস্থা

iii. বাঙালির সংগ্রাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১৩: ১১১.ক ১১২.ঘ ১১৩.গ ১১৪.ক ১১৫.ঘ ১১৬.ঘ ১১৭.ক ১১৮.গ ১১৯.ঘ ১২০.ঘ

কাজী মঞ্জুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০)