তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সুমন সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের চিকিৎসক ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করেন।

১১১. সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রধান?

ক. আইসিটি খ. টেলিভিশন

গ. রোবট ঘ. কম্পিউটার

১১২. মুঠোফোন দিয়ে—

i. ট্রেনের টিকিট কাটা যায়

ii. বেড়াতে যাওয়া যায়

iii. নানা সরকারি সেবা গ্রহণ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৩. ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় হচ্ছে—

i. কর্মসংস্থান হ্রাস

ii. দক্ষ জনশক্তি তৈরি

iii. জনসাধারণের অংশগ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৪. ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল উদ্দেশ্য হলো—

i. গণতন্ত্র

ii. স্বচ্ছতা

iii. মানবাধিকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৫. ডাক বিভাগের সঙ্গে সম্পর্কিত ই-সেবা কোনটি?

ক. ই-পুর্জি

খ. ই-এমটিএস

গ. ই-পর্চা

ঘ. ই-টিকেটিং

আরও পড়ুন

১১৬. ই-এমটিএস কোনটির সঙ্গে সম্পর্কিত?

ক. চিনিকল খ. ডাক বিভাগ

গ. রেলওয়ে ঘ. স্বাস্থ্যকেন্দ্র

১১৭. ATM–এর পূর্ণনাম কী?

ক. Automated Teller Machine

খ. Automatic Taka Machine

গ. All Time Money

ঘ. Auto Teller Machine

১১৮. EMTS–এর পূর্ণনাম কী?

ক. Electric Money Transfer Service

খ. Electronic Money Transfer Service

গ. Electric Money Trust Service

ঘ. Electronic Money Transit Service

১১৯. শাসনব্যবস্থা ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?

ক. ডিজিটাল অবস্থা খ. ই-গভর্ন্যান্স

গ. সুশাসন ঘ. ইলেকট্রনিক পদ্ধতি

১২০. ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?

ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ

খ. শাসনব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ

গ. আধুনিক পদ্ধতি গ্রহণ

ঘ. চিকিৎসাসেবা প্রদান

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১১.ক ১১২.খ ১১৩.গ ১১৪.ঘ ১১৫.খ ১১৬.খ ১১৭.ক ১১৮.খ ১১৯.খ ১২০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন