তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. ন্যানোপ্রযুক্তির ব্যবহার যেসব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে—

i. চিকিৎসাবিজ্ঞান

ii. ইলেকট্রনিকস

iii. শক্তি উৎপাদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে?

ক. ব্লগিং খ. প্রোগ্রামিং

গ. চ্যাটিং ঘ. হ্যাকিং

১৩. কোনটি বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান?

ক. শিক্ষা খ. যোগাযোগ

গ. চিকিৎসা ঘ. কর্মসংস্থান

১৪. একসময় কোনটি টেলিযোগাযোগের একমাত্র মাধ্যম ছিল?

ক. রেডিও

খ. টেলিভিশন

গ. মোবাইল ফোন

ঘ. তারনির্ভর টেলিফোন

১৫. আজকাল মানুষের প্রকৃত ঠিকানা থেকে বেশি প্রয়োজনীয় কোনটি?

ক. ই-মেইল ঠিকানা

খ. সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানা

গ. ওয়েবসাইট ঠিকানা

ঘ. ফেসবুক প্রোফাইল নেম

১৬. EHR ব্যবস্থাপনায় ব্যবহৃত সফটওয়্যারের উদাহরণ—

i. Care 360

ii. Therapy Notes

iii. Epic care

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. ই-কমার্সের পরিচিত কয়েকটি ওয়েবসাইট হলো—

i. www.bikroy.com

ii. www.daraz.com

iii. www.ebay.com

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. আউটসোর্সিং বলতে কী বোঝায়?

ক. অন্য দেশের কর্মীদের দ্বারা অনলাইন কাজ করানো

খ. অন্য দেশে গবেষণার সুযোগ

গ. বহির্গমন

ঘ. চাকরি খোঁজার কেন্দ্র

১৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা দেওয়াকে কী বলে?

ক. ই-চিকিৎসা খ. টেলিমেডিসিন

গ. টেলিপ্যাথি ঘ. টেলিপ্রেজেন্স

২০. EHR–এর পূর্ণ রূপ কী?

ক. Electronic Health Record

খ. Electric Health Record

গ. Electronic Hearing Record

ঘ. Electronic Health Response

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.ক

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা