এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | আমি কিংবদন্তির কথা বলছি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

আমি কিংবদন্তির কথা বলছি

১১. কে কিংবদন্তির কথা বলছেন?

ক. কবি খ. নূরল

গ. করিম ঘ. ঐতিহাসিক

১২. যে লৌহখণ্ডকে প্রজ্জ্বলিত করে, তাকে ইস্পাতের কী সশস্ত্র করবে?

ক. দণ্ড খ. তীর

গ. তরবারি ঘ. ঢাল

১৩. কেন মানুষ দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে?

ক. কবিতা না শোনায়

খ. দেশপ্রেম না থাকায়

গ. গান না শোনায়

ঘ. গল্প না শোনায়

১৪. পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল, তা বোঝা যায় যেভাবে—

ক. কৃষক থাকায়

খ. শ্রমিক থাকায়

গ. ক্রীতদাস থাকায়

ঘ. নমঃশূদ্র থাকায়

১৫. আবু জাফর ওবায়দুল্লাহকে একুশে পদক প্রদান করা হয় কেন?

ক. সংস্কৃতিচর্চার জন্য

খ. রাষ্ট্রভাষা আন্দোলনকেন্দ্রিক সাহিত্য রচনার জন্য

গ. লোকসংগীত চর্চার জন্য

ঘ. শিল্পকলায় অবদানের জন্য

১৬. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কেন উনুনের আগুনে আলোকিত একটি জানালার কথা বলেছেন?

ক. পবিত্রতার জন্য

খ. প্রাপ্তির জন্য

গ. মুক্তির জন্য

ঘ. চেতনার জন্য

১৭. শত্রুরা কেন পেছন থেকে আক্রমণ করেছে?

ক. তাদের চিনতে পারবে না বলে

খ. তারা ভীরু বলে

গ. প্রতিহত হওয়ার ভয়ে

ঘ. তারা চালাক বলে

১৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় স্বজনেরা উদ্বিগ্ন কেন?

ক. মৃত্যুর ভয়ে

খ. দেশমাতৃকার জন্য

গ. স্বদেশ ছাড়ার ভয়ে

ঘ. স্বজনদের জন্য

১৯. যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে

হয় কেন?

ক. দেশপ্রেম বোঝাতে

খ. শান্তির জন্য

গ. পরাধীনতার জন্য

ঘ. ক্রীতদাস হওয়ায়

২০. কবি আবু জাফর ওবায়দুল্লাহ কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন?

ক. সাহসী ছিল বলে

খ. নিপীড়িত হয়েছে বলে

গ. জমিদার ছিল বলে

ঘ. গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে

সঠিক উত্তর

আমি কিংবদন্তির কথা বলছি: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.ক ২০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)