শরীর-মনের সুস্থতা ও সময়ের সঠিক ব্যবহার, এইচএসসিতে সফলতার মূলমন্ত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০২৪: অধ্যক্ষের পরামর্শ

পরীক্ষার আগে ও পরীক্ষার সময় সাবধানতার সঙ্গে শরীর ও মনের সুস্থতার দিকে নজর রাখবে।

প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অধ্যায় ও প্রশ্নোত্তর বারবার পড়তে হবে। প্রয়োজনে তোমাদের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রশ্নোত্তর জেনে নেবে। ভালো ফলাফলের জন্য অবশ্যই চেষ্টা অব্যাহত রাখতে হবে।

তোমার জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা অবশ্যই প্রয়োজন। প্রতিদিন রুটিন করে সময়কে বিষয়ভিত্তিক গুরুত্ব দিয়ে সময় ভাগ করে রিভিশন করতে হবে। তাই এই এখন সময়ের সঠিক ব্যবহার খুবই জরুরি।

তোমরা যে কলেজেই পড়ো না কেন, ভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই পরীক্ষাকেন্দ্রের যাতায়াতের দূরত্ব মাথায় রেখে ও যানজটের বিষয় চিন্তা করে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হবে। কোনো রকম অস্থিরতা অনুভবের সুযোগ তৈরি করবে না। নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবে। পরীক্ষার হলে ধীরস্থিরভাবে খাতায় লেখা শেষ করবে। কোনো তাড়াহুড়া করবে না।

মনে রেখো কয়েকটি কথা

  • প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমাবে। বেশি রাত জাগবে না, বরং আগে ঘুমিয়ে ভোরে ওঠার চেষ্টা করবে।

  • আজ থেকেই দূরের পথে ভ্রমণ বন্ধ রাখবে।

  • পড়ার সময় গুরুত্বপূর্ণ বিষয় নোটখাতায় যত্নসহকারে লিখে রাখবে।

  • কঠিন বিষয় প্রতিদিন সকালে রিভিশন করবে।

প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, অধ্যক্ষ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম