বাংলাদেশ ও বিশ্বপরিচয় - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে?

ক. আণবিক শক্তির খ. হিলিয়াম গ্যাসের

গ. সূর্যের আলোর ঘ. মহাকর্ষ বলের

১২. নিচের কোন সময়কে অনুসূর বলা হয়?

ক. ১–৩ জানুয়ারি খ. ৪–৭ ফেব্রুয়ারি

গ. ১–৪ জুলাই ঘ. ১–৪ ডিসেম্বর

১৩. নিচের কোন সময়কে অপসূর বলা হয়?

ক. ১–৩ জানুয়ারি খ. ৪–৭ ফেব্রুয়ারি

গ. ১–৪ জুলাই ঘ. ১–৪ ডিসেম্বর

১৪. কর্কটক্রান্তি কোনটি?

ক. ২৩.৫° উত্তর অক্ষাংশ

খ. ২৩.৫° দক্ষিণ অক্ষাংশ

গ. ৬৬.৫° উত্তর অক্ষাংশ

ঘ. ৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ

১৫. সৌরজগতের সব গ্রহ ও উপগ্রহের গতিশক্তির প্রভাবক কোনটি?

ক. সূর্য খ. চন্দ্র

গ. গ্রহাণুপুঞ্জ ঘ. পৃথিবী

১৬. টাইটানিয়া কোন গ্রহের উপগ্রহ?

ক. শনি খ. নেপচুন

গ. ইউরেনাস ঘ. বৃহস্পতি

১৭. বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি?

ক. ২৭টি খ. ৩৭টি

গ. ৪৬টি ঘ. ৬৭টি

১৮. জোয়ার–ভাটার কারণ কোনটি?

ক. পৃথিবীর বার্ষিক গতি খ. পৃথিবীর আহ্নিক গতি

গ. অক্ষরেখার অসম দৈর্ঘ্য ঘ. পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ

১৯. সৌরবছর গণনা করা হয় কত দিনে?

ক. ৩৬০ দিনে খ. ৩৬৩ দিনে

গ. ৩৬৪ দিনে ঘ. ৩৬৫ দিনে

২০. ৬০° থেকে ৯০° অক্ষাংশকে কী বলে?

ক. নিম্ন অক্ষাংশ খ. মধ্য অক্ষাংশ

গ. সমান্তরাল অক্ষাংশ ঘ. উচ্চ অক্ষাংশ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা