বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. প্রশ্ন: শতকরা প্রায় ____ ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

উত্তর: শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

২. প্রশ্ন: জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ____ ভাগ আসে কৃষি থেকে।

উত্তর: জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০ ভাগ আসে কৃষি থেকে।

৩. প্রশ্ন: উর্বর ____ ও বেলে মাটি আলু চাষের জন্য উপযোগী।

উত্তর: উর্বর দো-আঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য উপযোগী।

৪. প্রশ্ন: পাট হলো আমাদের প্রধান ____ ফসল।

উত্তর: পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল।

৫. প্রশ্ন: পাটকে ____ আঁশ’ বলা হয়।

উত্তর: পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়।

আরও পড়ুন

৬. প্রশ্ন: বাংলাদেশের ____ ও চট্টগ্রামে চা বেশি উত্পন্ন হয়।

উত্তর: বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উত্পন্ন হয়।

৭. প্রশ্ন: চা রপ্তানি করে বাংলাদেশ অনেক ____ মুদ্রা অর্জন করে।

উত্তর: চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

৮. প্রশ্ন: মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ ____ পণ্য।

উত্তর: মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য।

৯. প্রশ্ন: এ দেশের মোট কৃষিজ আয়ের প্রায় ____ আয় হয় মাছ থেকে।

উত্তর: এ দেশের মোট কৃষিজ আয়ের প্রায় ২৩ শতাংশ আয় হয় মাছ থেকে।

১০. প্রশ্ন: রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ____ ।

উত্তর: রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিমায়িত চিংড়ি।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন