[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৪
১১. প্রশ্ন: _____ শিল্পে উন্নতমানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে।
উত্তর: তাঁতশিল্পে উন্নতমানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে।
১২. প্রশ্ন: একসময় এ দেশে তৈরি _____ কাপড় জগদ্বিখ্যাত ছিল।
উত্তর: একসময়ে এ দেশে তৈরি মসলিন কাপড় জগদ্বিখ্যাত ছিল।
১৩. প্রশ্ন: বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো _____ শিল্প।
উত্তর: বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাকশিল্প।
১৪. প্রশ্ন: মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক _____ মাধ্যমে।
উত্তর: মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে।
১৫. প্রশ্ন: তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক _____ অর্জন করে।
উত্তর: তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।
১৬. প্রশ্ন: বিদেশ থেকে আমাদের সার _____ করতে হয়।
উত্তর: বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়।
১৭. প্রশ্ন: উন্নতমানের ওষুধ তৈরির জন্য বাংলাদেশে ওষুধ _____ আছে।
উত্তর: উন্নতমানের ওষুধ তৈরির জন্য বাংলাদেশে ওষুধ কারখানা আছে।
১৮. প্রশ্ন: কাগজকলগুলোতে _____ গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়।
উত্তর: কাগজকলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়।
১৯. প্রশ্ন: তিনটি সরকারি কাগজকল রয়েছে _____ , খুলনা ও পাকশীতে।
উত্তর: তিনটি সরকারি কাগজকল রয়েছে চন্দ্রঘোনা, খুলনা ও পাকশীতে।
২০. প্রশ্ন: চিনিকলগুলোতে চিনি উত্পাদন ও _____ করা হয়।
উত্তর: চিনিকলগুলোতে চিনি উত্পাদন ও পরিশোধন করা হয়।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]