ইংরেজি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

Heroes of Bengal

Now, read the following text and write the functions/purposes of the highlighted conjunctions in the sentences. One is done for you.

এবার তোমরা নিচের লেখাটি পড়ো; এরপর নিচে হাইলাইট করা কনজাংশন বাক্যগুলো কী কাজ করছে তা লেখো। একটি করে দেওয়া হলো।

One day Badal and his elder brother were going to school. His brother was talking, but suddenly he became silent. He was looking unmindful. Badal asked the reason but his brother didn’t answer. At school, they saw many people in the playground. There were local people, many students and some teachers also. They heard the Headteacher say, “We will bring independence, or will die.”

আরও পড়ুন

একদিন বাদল ও তার বড় ভাই স্কুলে যাচ্ছিল। তার ভাই কথা বলছিল, কিন্তু হঠাৎ সে চুপ হয়ে গেল। সে অমনোযোগী মনে হচ্ছিল। বাদল কারণ জিজ্ঞেস করলেও তার ভাই উত্তর দেয়নি। স্কুলে তারা খেলার মাঠে অনেক লোককে দেখেছিল। সেখানে স্থানীয় লোকজন, অনেক ছাত্র এবং কয়েকজন শিক্ষকও ছিলেন। তারা প্রধান শিক্ষককে বলতে শুনেছে, ‘আমরা স্বাধীনতা আনব, নয়তো মরব।’

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন