অধ্যায় ৬
৪১. ল্যাঙ্কাশায়ারে কার্পাস বয়নশিল্প গড়ে ওঠার কারণ তাঁতিদের—
i. নিপুণতা
ii. কর্মকুশলতা
iii. জনপ্রিয়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. ইস্পাত উৎপাদনকারী প্রধান দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. জাপান
গ. আমেরিকা যুক্তরাষ্ট্র
ঘ. চীন
৪৩. পোশাকশিল্পে নারী শ্রমিকেরা চালিকাশক্তি। এর কারণ হচ্ছে—
i. স্বল্প মজুরি প্রদান
ii. সহজপ্রাপ্যতা
iii. শ্রমিক অসন্তোষ কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. বাংলাদেশে রপ্তানি আয়ের প্রধান উৎস কী?
ক. কুটিরশিল্প
খ. পাটজাত দ্রব্য
গ. লৌহ ও ইস্পাতশিল্প
ঘ. পোশাকশিল্প
৪৫. শিল্প গড়ে ওঠার ভৌগোলিক নিয়ামক কোনটি?
ক. শ্রমিক খ. মূলধন
গ. কাঁচামাল ঘ. পরিবহন
৪৬. ছাতক সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?
ক. কুমিল্লায় খ. সিলেটে
গ. মৌলভীবাজার ঘ. নারায়ণগঞ্জে
৪৭. ৩০%–৬০% কার্বনবিশিষ্ট কয়লাকে কী বলে?
ক. লিগনাইট খ. বিটুমিনাস
গ. অ্যানথ্রাসাইট ঘ. পিট
৪৮. সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল কোনটি?
ক. চুনাপাথর
খ. কাদা
গ. চুনাপাথর ও কাদা
ঘ. চুনাপাথর ও পলি
৪৯. বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ যে শিল্প থেকে আসে সে শিল্পে প্রচুরসংখ্যক মহিলা শ্রমিক নিয়োজিত আছে। এর মাধ্যমে অর্থনীতিতে নারী শ্রমিকদের যে অবদান পরিলক্ষিত হয় তা হলো—
i. উপার্জনক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
ii. পারিবারিক সচ্ছলতা এসেছে
iii. সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. শিল্প গড়ে ওঠার নিয়ামক কয়টি?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৪১.গ ৪২.ঘ ৪৩.ঘ ৪৪.ঘ ৪৫.গ ৪৬.খ ৪৭.ক ৪৮.ক ৪৯.ঘ ৫০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা