এইচএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১৪১-১৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
১৪১. রিং টপোলজিতে—
i. প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান
ii. কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয়
iii. সমস্যা চিহ্নিতকরণ বেশ জটিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪২. রিং সংগঠনের অসুবিধা—
i. এ নেটওয়ার্কের আওতায় কোনো কম্পিউটার ট্রান্সমিশন করতে অপারগ হলে পুরো সংগঠন অচল হয়ে যায়
ii. এ নেটওয়ার্কে নতুন কম্পিউটার যোগ করতে হলে রিং ভেঙে নতুন সংগঠন তৈরি করতে হয়
iii. এ নেটওয়ার্ক যত বড় হয়, তথ্য পারাপারের গতি তত কম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৩. মেশ টপোলজির ক্ষেত্রে প্রযোজ্য —
i. কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয়
ii. n–সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1) টি সংযোগের প্রয়োজন হয়
iii. এটি ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৪. হাইব্রিড টপোলজি যেসব নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি হতে পারে—
i. বাস
ii. স্টার
iii. মেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৫. ক্লাউড কম্পিউটিং একটি —
i. ইন্টারনেটভিত্তিক সার্ভিস
ii. নেটওয়ার্ক টপোলজি
iii. ব্যবসায়িক মডেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ১৪৬ ও ১৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হুমায়ূন তার বাবার অফিসে গিয়ে দেখল, তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছুদূরে অবস্থিত অফিসারও একই সঙ্গে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। হুমায়ূনের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে বিদেশে অবস্থানরত এক কর্মকর্তার সঙ্গে কথা বললেন।
১৪৬. উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে—
i. LAN
ii. MAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৭. উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব—
i. ক্ষুদ্র ডিভাইসে অধিক সেবা
ii. গ্রাহকদের সঙ্গে সহজ যোগাযোগ
iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪৮. ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য—
i. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সেবা প্রদান
ii. ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী রিসোর্স ব্যবহার
iii. ব্যবহার যা–ই হোক, ব্যয় নির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ১৪৯ ও ১৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাগর ও শুভ্র দুই বন্ধু। সাগর তার মুঠোফোনে থাকা কিছু ছবি তার বন্ধুর মুঠোফোনে প্রেরণ করল।
১৪৯. উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক কোনটি?
ক. WPAN খ. WLAN
গ. WMAN ঘ. WWAN
১৫০. উদ্দীপকের নেটওয়ার্ক—
i. ক্যাবলের মাধ্যমে তৈরি
ii. ক্লায়েন্ট-সার্ভার পদ্ধতিতে কাজ করে
iii. ব্লুটুথের মাধ্যমে তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৪১.খ ১৪২.ঘ ১৪৩.গ ১৪৪.ঘ ১৪৫.খ ১৪৬.খ ১৪৭.ক ১৪৮.ক ১৪৯.খ ১৫০.গ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা