এসএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৯১. ‘স্প্রেডশিট’ শব্দের আভিধানিক অর্থ কী?

ক. হিসাব করা খ. রো ও কলাম

গ. ছড়ানো পাতা ঘ. সাদা পাতা

৯২. ‘ওয়ার্কশিট’ বলতে কী বোঝায়?

ক. একটি সারি

খ. একটি কলাম

গ. বহু ঘরবিশিষ্ট একটি হিসাবের ছক

ঘ. ডেটাবেজ

৯৩. এক্সেল কী ধরনের স্প্রেডশিট প্রোগ্রাম?

ক. GUI Based খ. Text Based

গ. Key Based ঘ. DOS Based

৯৪. ‘স্প্রেডশিট প্রোগ্রাম’ কী?

ক. ওয়ার্ড খ. ইলাস্ট্রেটর

গ. এক্সেল ঘ. ফটোশপ

৯৫. সবচেয়ে বেশি ব্যবহৃত স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম কোনটি?

ক. লোটাস

খ. লোটাস ১, ২, ৩

গ. মাইক্রোসফট এক্সেল

ঘ. ভিসি ক্যাল্ক

৯৬. এক্সেল সফটওয়্যার মূলত কোন কাজে ব্যবহার হয়?

ক. হিসাব-নিকাশের কাজে

খ. ডেটা সংরক্ষণে

গ. লেখালেখির কাজে

ঘ. গ্রাফিক ডিজাইনে

৯৭. ওয়ার্কশিট দিয়ে কাজ করা সম্ভব—

i. লেখালেখির

ii. হিসাব-নিকাশের

iii. গ্রাফচিত্রের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৮. স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘরবিশিষ্ট ছককে কী বলে?

ক. ডকুমেন্ট খ. সারি

গ. ওয়ার্কশিট ঘ. ওয়ার্ক বুক

৯৯. এক্সেলের কলাম ও সারির প্রতিটি উপাদানকে কী বলে?

ক. কলাম খ. সেল

গ. শিট ঘ. ঘর

১০০. চার্ট বা গ্রাফ ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করতে নিচের কোনটি ব্যবহার হয়?

ক. মাইক্রোসফট এক্সেল

খ. ফটোশপ

গ. ইলাস্ট্রেটর

ঘ. মাইক্রোসফট আউটলুক

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৯১.গ ৯২.গ ৯৩.ক ৯৪.গ ৯৫.গ ৯৬.ক ৯৭.ঘ ৯৮.গ ৯৯.খ ১০০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা