এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

২১. মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবিলা করার জন্য কোন পদ্ধতি বেশি সুবিধাজনক বলে অভিহিত হয়?

ক. পুনঃস্থাপন পদ্ধতি

খ. বিমা কিস্তি পদ্ধতি

গ. অবচয় ভান্ডার পদ্ধতি

ঘ. ক্ষয়ানুপাতিক পদ্ধতি

২২. হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অবচয় নির্ধারণের সময় যে তিনটি মৌলিক বিষয় বিবেচনা করতে হয়, সে তিনটি বিষয়ের নাম কী?

ক. ক্রয়মূল্য, ব্যবহারিক জীবনকাল ও ভগ্নাবশেষ মূল্য

খ. ক্রয়মূল্য, অবচয় পদ্ধতি ও ভগ্নাবশেষ মূল্য

গ. ব্যবহারকাল, অবচয় পদ্ধতি ও অবশিষ্ট মূল্য

ঘ. সম্পদ থেকে অবচয় বাদ

২৩. প্রধানত খনিজ সম্পদের ক্ষেত্রে কোন পদ্ধতি প্রযোজ্য?

ক. পুনর্মূল্যায়ন পদ্ধতি

খ. অবচয় ভান্ডার পদ্ধতি

গ. ক্রমহ্রাসমান জের পদ্ধতি

ঘ. ক্ষয়ানুপাতিক পদ্ধতি

২৪. একটি মেশিনের ক্রয়মূল্য ৫০০০ টাকা এবং তার অবচয়ের হার ৫% হলে স্থির কিস্তি পদ্ধতিতে ১০ম বছরের অবলিখিত মূল্য কত হবে?

ক. ২,২০০ টাকা খ. ২,৪০০ টাকা

গ. ২,৫০০ টাকা ঘ. ৫,০০০ টাকা

২৫. কোন পদ্ধতিতে অবচয় নির্ধারণের ক্ষেত্রে শতকরা হার দেওয়া না থাকলে প্রথমেই শতকরা হার নির্ণয় করে নিতে হবে?

ক. স্থির কিস্তি পদ্ধতি

খ. ক্রমহ্রাসমান পদ্ধতি

গ. অবচয় ভান্ডার পদ্ধতি

ঘ. উৎপাদন একক পদ্ধতি

২৬. নিঃশেষকরণ পদ্ধতিতে কোন সম্পদের অবচয় ধার্য করা হয়?

ক. গাড়ি খ. গ্যাস

গ. মেশিন ঘ. আসবাব

২৭. তেলের খনি, কয়লাখনির অবচয় ধার্য করা হয় কোন পদ্ধতিতে?

ক. শূন্যকরণ পদ্ধতিতে

খ. যন্ত্রঘণ্টা পদ্ধতিতে

গ. স্থির কিস্তি পদ্ধতি

ঘ. উৎপাদন একক পদ্ধতিতে

২৮. নিচের কোন ঘটনাটি লেনদেন?

ক. ট্রেডমার্কের অবলোপন

খ. প্রাপ্য বিল প্রস্তুত

গ. পণ্য বিক্রয়ের ফরমাশ

ঘ. ব্যবসায়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

২৯. দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলতে কী বোঝায়?

ক. সরলরৈখিক পদ্ধতি দুবার ব্যবহার করা

খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতির দ্বিগুণ হারে অবচয় ধার্য

গ. ক্রমহ্রাসমান জের পদ্ধতি দুবার ব্যবহার করা

ঘ. সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ হারে অবচয় ধার্য

৩০. সাগর কোম্পানির আসবাবের ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা। ভগ্নাবশেষ মূল্য ৩০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ৮ বছর। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুযায়ী উক্ত আসবাবের অবচয়যোগ্য মূল্য কত?

ক. ১,২০,০০০ টাকা

খ. ১,০০,০০০ টাকা

গ. ৮০, ০০০ টাকা

ঘ. ৬০,০০০ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৮: ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.খ ২৬.খ ২৭.ক ২৮.ক ২৯.ঘ ৩০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)