এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ৩১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

পরিচ্ছদ ৩১

১১. সাধারণত বাক্যের কয়টি অংশ?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১২. বাক্যের যে অংশে কারও সম্পর্কে কিছু বলা হয়, সেই অংশকে কী বলে?

ক. উদ্দেশ্য খ. বিধেয়

গ. কর্তা ঘ. কর্ম

১৩. একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে কী বলে?

ক. সক্রিয় বাক্য খ. সরল বাক্য

গ. জটিল বাক্য ঘ. যৌগিক বাক্য

১৪. ‘যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো’—এটি কোন ধরনের বাক্য?

ক. সরল খ. জটিল

গ. যৌগিক ঘ. অক্রিয় বাক্য

১৫. বাক্যের যে অংশে কারো সম্পর্কে কিছু বলা হয়, সেই অংশকে কী বলে?

ক. কর্তা খ. কর্ম

গ. ক্রিয়া ঘ. বিধেয়

আরও পড়ুন

১৬. ‘আমার মা চাকরি করেন।’ —এটি কোন ধরনের বাক্য?

ক. সক্রিয় বাক্য খ. অক্রিয় বাক্য

গ. জটিল বাক্য ঘ. যৌগিক বাক্য

১৭. যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে, সেগুলোকে কী বাক্য বলে?

ক. সরল বাক্য

খ. জটিল বাক্য

গ. সক্রিয় বাক্য

ঘ. অক্রিয় বাক্য

১৮. যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, সেগুলোকে কী বলে?

ক. সক্রিয় বাক্য খ. অক্রিয় বাক্য

গ. জটিল বাক্য ঘ. যৌগিক বাক্য

১৯. একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে কী বাক্য বলা হয়?

ক. বিবৃতিবাচক খ. অনুজ্ঞাবাচক

গ. প্রশ্নবাচক ঘ. সরল

২০. ‘তার মঙ্গল হোক’—এটা কোন ধরনের বাক্য?

ক. বিবৃতিবাচক খ. প্রশ্নবাচক

গ. আবেগবাচক ঘ. অনুজ্ঞাবাচক

সঠিক উত্তর

পরিচ্ছেদ ৩১: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.ঘ ২০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন