এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | সাহিত্যের রূপ ও রীতি : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সাহিত্যের রূপ ও রীতি

২১. কোন ভাষার উপন্যাস পাঠ করে বঙ্কিম বাংলা ভাষায় উপন্যাস রচনা করতে অনুপ্রাণিত হন?

ক. জার্মান খ. ফারসি

গ. ইংরেজি ঘ. লাতিন

২২. প্রবন্ধে কিসের আধিক্য থাকে?

ক. তথ্যের খ. সংলাপের

গ. চরিত্রের ঘ. প্লটের

২৩. আধুনিক বাংলা নাট্যসাহিত্যের পথিকৃৎ কে?

ক. মীর মশাররফ হোসেন

খ. দীনবন্ধু মিত্র

গ. মধুসূদন দত্ত

ঘ. তারাচাঁদ শিকদার

২৪. ‘চন্দ্রশেখর’ নাটকটির রচয়িতা কে?

ক. দ্বিজেন্দ্রলাল রায়

খ. গিরিশচন্দ্র ঘোষ

গ. ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৫. কবির মনের পূর্ণ অভিব্যক্তি

প্রকাশিত হয়—

i. কবিতায়

ii. গীতিকবিতায়

iii. মহাকাব্যে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. একটি সার্থক প্রবন্ধে পাওয়া যায় লেখকের—

i. পাণ্ডিত্যের পরিচয়

ii. বুদ্ধিমত্তার পরিধি

iii. জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. মহাকাব্য ও গীতিকবিতার পার্থক্য—

i. আয়তনে

ii. কবির অনুভূতি প্রকাশের স্থলে

iii. বর্ণনার ভঙ্গিমায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. ‘মহাভারত’কে মহাকাব্য বলার কারণ—

i. যুদ্ধবিগ্রহ নিয়ে রচিত

ii. পরিধি বিশাল

iii. বীররস আছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. প্রবন্ধানুসারে পৌরাণিক নাটকের উদাহরণ—

i. সিরাজ উদদৌলা

ii. সীতার বনবাস

iii. কৃষ্ণকুমারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য অনুভূত হয়—

i. গাম্ভীর্যে

ii. দৃশ্যপরম্পরা উপস্থাপনে

iii. রস সঞ্চারণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

সাহিত্যের রূপ ও রীতি: ২১.গ ২২.ক ২৩.গ ২৪.ঘ ২৫.ক ২৬.ঘ ২৭.ঘ ২৮.ঘ ২৯.গ ৩০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)