দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন?

ক. ২ মার্চ খ. ৩ মার্চ

গ. ৬ মার্চ ঘ. ৭ মার্চ

১২. বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন ১৯৭১ সালের কত মার্চ?

ক. ৬ মার্চ খ. ৭ মার্চ

গ. ১১ মার্চ ঘ. ২৬ মার্চ

১৩. মুক্তিযুদ্ধের একপর্যায়ে মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল?

ক. আমলাদের খ. শ্রমিকদের

গ. ছাত্রছাত্রীদের ঘ. পেশাজীবীদের

১৪. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কী তুলে ধরা হয়?

ক. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস

খ. পাকিস্তানের শোষণের ইতিহাস

গ. পাকিস্তানের মহৎ উদ্দেশ্য

ঘ. স্বাধীনতা যুদ্ধের অন্তরায়সমূহ

১৫. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কয়টি ব্রিগেড ফোর্স গঠন করে?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

১৬. কালুরঘাট কোন জেলায় অবস্থিত?

ক. মেহেরপুর খ. পশ্চিমবঙ্গ

গ. চট্টগ্রাম ঘ. রাজশাহী

১৭. মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে কেন মিশন স্থাপন করেছিল?

ক. মানুষের সমর্থন আদায়ের জন্য

খ. বাংলাদেশ সরকারের পক্ষে বিশ্বজনমত গঠনের জন্য

গ. নির্বাচনের জন্য

ঘ. পূর্ব পাকিস্তানে শোষণ-নির্যাতন বন্ধের জন্য

১৮. কার তত্ত্বাবধানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হতো?

ক. মুক্তিযোদ্ধাদের

খ. মিত্রবাহিনীর

গ. মুজিবনগর সরকারের

ঘ. সেক্টর কমান্ডারদের

১৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মসমর্পণকারী পাক সেনার সংখ্যা কত ছিল?

ক. ৯২ হাজার খ. ৯৩ হাজার

গ. ৯৪ হাজার ঘ. ৯৭ হাজার

২০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ধরনের দেশগুলোর সমর্থন ছিল লক্ষণীয়?

ক. আরব দেশের

খ. সমাজতান্ত্রিক দেশের

গ. পুঁজিবাদী দেশের

ঘ. উন্নয়নশীল দেশের

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.ক ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.খ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

আরও পড়ুন