দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
১. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কিসের প্রতি ইঙ্গিত রয়েছে?
ক. পাশের দেশের সঙ্গে সুসম্পর্ক
খ. স্বাধীনতা অর্জন
গ. মানুষের সঙ্গে সুসম্পর্ক
ঘ. মানুষের সঙ্গে একতা
২. কত সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে
৩. মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম মনসুর আলী
৪. কাদের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধকে ‘গণযুদ্ধ’ বলা হয়?
ক. সর্বস্তরের বাঙালির
খ. ইপিআর বাহিনীর
গ. নৌবাহিনীর
ঘ. গেরিলা বাহিনীর
৫. মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কখন?
ক. দেশ বিভাগের মধ্য দিয়ে
খ. স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে
গ. জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে
ঘ. নতুন মানচিত্রের মাধ্যমে
৬. মুজিবনগর সরকার গঠনের মূল উদ্দেশ্য কী ছিল?
ক. দেশ শাসন
খ. স্বাধীনতার ঘোষণা
গ. মুক্তিযুদ্ধ পরিচালনা
ঘ. নতুন দেশ গঠন
৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়?
ক. ১৭ মার্চ ১৯৭১
খ. ২১ মার্চ ১৯৭১
গ. ২৫ এপ্রিল ১৯৭১
ঘ. ২৬ মার্চ ১৯৭১
৮. দেশের বাইরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয় কোথায়?
ক. ব্যাংককে খ. লন্ডনে
গ. স্পেনে ঘ. প্যারিসে
৯. মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১৯৭১ সালের ১১ এপ্রিল দেশকে পুনরায় কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
ক. ৪টি খ. ৫ টি
গ. ৮টি ঘ. ১১টি
১০. শিল্পী জর্জ হ্যারিসন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. যুক্তরাজ্য খ. ইতালি
গ. লিসবনে ঘ. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.গ ৩.ক ৪.ক ৫.খ ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ঘ ১০.ক
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা