অধ্যায় ৪
নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও।
সূর্য থেকে যে শক্তি পাওয়া যায়, তাকে বলে সৌরশক্তি। সূর্য সব শক্তির উৎস। পৃথিবীতে যত শক্তি আছে, তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্যকিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে।
৮১. বায়ুশক্তি—
i. পরিবেশের জন্য ক্ষতিকর নয়
ii. এর ব্যবহার প্রতিবছর ৩০% হারে বাড়ছে
iii. এর ব্যবহার প্রতিবছর ৩০% হারে কমছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮২. অ্যালকোহল—
i. একধরনের জ্বালানি
ii. একধরনের পানীয়
iii. ভুট্টা ও আখ থেকে তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৩. বৈশ্বিক উষ্ণতার কারণে—
i. মরু অঞ্চলের বরফ গলে যাবে
ii. মেরু অঞ্চলের বরফ গলে যাবে
iii. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৪. নিউক্লিয়ার শক্তি থেকে উৎপন্ন হয়—
i. তাপ ii. আলো
iii. শব্দ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৫. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক. পেট্রোলিয়াম খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস ঘ. বায়োগ্যাস
৮৬. ভর ও শক্তিকে একই বলে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী?
ক. নিউটন খ. আইনস্টাইন
গ. গ্যালিলিও ঘ. প্যাসকেল
৮৭. আলোর বেগ কত?
ক. 3 × 108 ms-1
খ. 2 × 108 ms-1
গ. 1.5 × 108 ms-1
ঘ. 1 × 108 ms-1
৮৮. কোন জ্বালানি নিউক্লিয়ার শক্তিকেন্দ্রে ব্যবহৃত হয়?
ক. ইউরেনিয়াম খ. পেট্রোলিয়াম
গ. স্ট্রনসিয়াম ঘ. বেরিয়াম
৮৯. কোন রাশিযুগলের মাত্রা ভিন্ন?
ক. দ্রুতি, বেগ খ. ত্বরণ, মন্দন
গ. কাজ, ক্ষমতা ঘ. বল, ওজন
৯০. শক্তির মাত্রা কোনটি?
ক. ML2T-3 খ. ML2T-2
গ. MLT-2 ঘ. MLT-1
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৮১.ক ৮২.ঘ ৮৩.গ ৮৪.ঘ ৮৫.ঘ ৮৬.খ ৮৭.ক ৮৮.ক ৮৯.গ ৯০.খ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা