ডিজিটাল প্রযুক্তি - নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

নবম শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা–১

সেশন-২: বাস্তবতার ভিন্নতা

আজকে আমরা নতুন আরেকটি বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং তা হলো, বাস্তবতা ও মিডিয়ার (গণযোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যম) চোখে বাস্তবতা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি। এসব তথ্য ও বিনোদন আমাদের মনে নির্দিষ্ট বিষয়ের প্রতি একটি মনোভাব বা Perception তৈরি করে। আর মনোভাবটি বাস্তবতার সঙ্গে বা প্রকৃত সত্যের সঙ্গে কিছুটা আলাদাও হতে পারে। বিষয়টি নিয়েও আমরা আমাদের স্কুল বুলেটিনে একটি প্রতিবেদন বা প্রবন্ধ লিখতে পারি।

আরও পড়ুন

আজকের মূল বিষয়ে যাওয়ার আগে গত সেশনের বিষয়টি নিয়ে আরেকবার আলোচনা করা যাক। আমরা বাড়ি থেকে একটি তালিকা তৈরি করে এনেছি। আমরা একটি নতুন পদ্ধতিতে বাড়ির কাজটি সমন্বয় করব। তা হলো ‘ভয়েস কমান্ড’, অর্থাৎ আমরা মুখে আমাদের তালিকা থেকে আনা একটি একটি পয়েন্ট বলব আর কম্পিউটারে তা লেখা হয়ে যাবে। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো কাজটি কীভাবে করতে হয় জানি। যারা জানি, তারা অন্যদের সাহায্য করব। আর না জানলেও অসুবিধা নেই, নিচের নির্দেশনাবলি অনুসরণ করে আমরা সহজে কাজটি করতে পারব। কাজটি করতে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে।

১। ই–মেইল ঠিকানা ব্যবহার করে একটি Docs ফাইলে ক্লিক করতে হবে।

২। Blank Document-এ ক্লিক করতে হবে।

৩। Tools মেনুর Voice Typing কমান্ডে ক্লিক করে বাঁ পাশে ফন্ট-এ ক্লিক করে বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করি।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন