তোলপাড
২১. প্রৌঢ় মহিলা সাবুকে কয় টাকার নোট দিয়েছিলেন?
ক. ২০ টাকার খ. ১০ টাকার
গ. ৫ টাকার ঘ. ১ টাকার
২২. সাবু প্রৌঢ় নারীর দেওয়া টাকা গ্রহণে অস্বীকৃতি জানায় কেন?
ক. প্রৌঢ়া অচেনা বলে
খ. লজ্জায়
গ. মিলিটারির ভয়ে
ঘ. আত্মসম্মানবোধের কারণে
২৩. ‘গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না’—তোলপাড় গল্পে উক্তিটি কার?
ক. গাবতলী গ্রামবাসীর
খ. গ্রামের লোকের
গ. সাবুর মায়ের
ঘ. সাবুর
২৪. সাবু টাকা না নিলে প্রৌঢ় মহিলা কী করেন?
ক. হাত তুলে সাবুর জন্য দোয়া করেন
খ. ঢাকায় নিজ বাসায় যাওয়ার অনুরোধ করেন
গ. একটি সুন্দর উপহার এগিয়ে দেন
ঘ. মাথায় হাত রেখে দোয়া করেন
২৫. ‘তোলপাড়’ গল্পে প্রৌঢ় নারীর নাম কী?
ক. মিসেস আনোয়ারা
খ. হাফিজা মাসুদ
গ. লিপিকা খানম
ঘ. মিসেস রহমান
২৬. পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের ওপর আক্রমণ করে কখন?
ক. ছাব্বিশে মার্চ রাতে
খ. পঁচিশে মার্চ রাতে
গ. ২১ মার্চ রাতে
ঘ. সাতই মার্চ রাতে.
২৭. শহর থেকে কারা আসছে?
ক. সব শ্রেণির মানুষ
খ. অসহায় বৃদ্ধ ও শিশুরা
গ. মজুর মিস্ত্রিরা
ঘ. গণ্যমান্য মানুষ
২৮. সাবুদের আর্থিক অবস্থা কেমন ছিল?
ক. দিন এনে দিন খায়
খ. কোনো রকমে দিন কাটায়
গ. মোটামুটি
ঘ. ভালো
২৯. ‘তোলপাড়’ গল্পে শহর থেকে আগত বুড়ো লোকটির সঙ্গে কত জন সদস্য ছিল?
ক. সাত-আটজন খ. ছয়-সাতজন
গ. চার-পাঁচজন ঘ. দুই-তিনজন
৩০. শহর থেকে আগত বুড়ো লোকটির বয়স কত?
ক. আশি বছর খ. সত্তর বছর
গ. ষাট বছর ঘ. পঞ্চাশ বছর
সঠিক উত্তর
তোলপাড়: ২১.গ ২২.ঘ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.ক ৩০.খ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা