ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | তোলপাড় : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

তোলপাড়

১১. ‘তোলপাড়’ গল্পে লোকজন শহর ছেড়ে গ্রামে চলে আসছে কেন?

ক. বেড়াতে খ. ঈদের ছুটি কাটাতে

গ. প্রাণের ভয়ে ঘ. চাকরির খোঁজে

১২. ‘খাবি খাওয়া’ অর্থ কী?

ক. ছটফট করা

খ. তেজ দেখানো

গ. রাগে ফোঁস ফোঁস করা

ঘ. মরণাপন্ন হওয়া

১৩. সাবুদের বাড়ির পাশ দিয়ে কোন সড়ক গেছে?

ক. রেল সড়ক

খ. থানা পরিষদের সড়ক

গ. জেলা বোর্ডের সড়ক

ঘ. ইউনিয়ন পরিষদের সড়ক

১৪. ‘পিলপিল পিঁপড়ের সারি’ শব্দগুচ্ছটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?

ক. ঢাকা ছেড়ে পালানো লোকদের বোঝাতে

খ. শ্রমিকদের দলবেঁধে চলাকে বোঝাতে

গ. পিঁপড়েদের নিঃশব্দে চলাচলকে বোঝাতে

ঘ. অসংখ্য পিঁপড়ে বোঝাতে

১৫. ‘তোলপাড়’ গল্পে ‘দারুণ রোদ্দুর’ কোথায়?

ক. নরম মাটিতে খ. ঘরের চালে

গ. আকাশে ঘ. মাথার ওপরে

১৬. ‘তোলপাড়’ গল্পে দু-তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল কেন?

ক. অসুস্থতায়

খ. পানির পিপাসায়

গ. মিলিটারির অত্যাচারে

ঘ. ক্ষুধায়

১৭. জৈতুন বিবি শহর থেকে আসা লোকদের কী খেতে দিয়েছিল?

ক. মুড়ি খ. চিড়া

গ. ভাত ঘ. গুড়

১৮. প্রৌঢ় নারীর বয়স কত ছিল?

ক. ষাটের বেশি খ. ষাট

গ. পঞ্চাশের বেশি ঘ. পঞ্চাশ

১৯. ‘তোলপাড় গল্পে’ সাবু প্রৌঢ় নারীকে কী বলে সম্মোধন করে?

ক. খালাম্মা খ. মা

গ. চাচি ঘ. আন্টি

২০. প্রৌঢ় মহিলার হ্যান্ডব্যাগটি কেমন ছিল?

ক. রঙিন সুতোয় বোনা

খ. কারুকাজহীন

গ. চামড়ার ওপর নকশা আঁকা

ঘ. পাটের তৈরি

সঠিক উত্তর

তোলপাড়: ১১.গ ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.গ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)