এসএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১. দুতরফা দাখিলা পদ্ধতি কত সালে আবিষ্কার করা হয়?

ক. ১৩৯৪ সালে খ. ১৪৯৩ সালে

গ. ১৪৯৪ সালে ঘ. ১৫৯৪ সালে

২. হিসাবরক্ষণের মূল ভিত্তি কী?

ক. জাবেদা বই

খ. আর্থিক বিবরণী

গ. দুতরফা দাখিলা পদ্ধতি

ঘ. একতরফা দাখিলা পদ্ধতি

৩. আধুনিক হিসাববিজ্ঞানের জনক কে?

ক. এল সি ত্রুপার

খ. এ ডব্লিউ জনসন

গ. লুকা প্যাসিওলি

ঘ. আর এন কাটার

৪. ব্যবসায়ের গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা লাভের উপায় কী?

ক. আর্থিক ফলাফল নির্ণয়

খ. আর্থিক অবস্থা নির্ণয়

গ. নগদ প্রবাহ নির্ণয়

ঘ. হিসাব সমীকরণের প্রভাব নির্ণয়

৫. দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?

ক. দুটি ঘটনা খ. দুটি হিসাব

গ. দুটি পক্ষ ঘ. দুটি লেনদেন

৬. কোন ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই?

ক. লেনদেন শনাক্তকরণ

খ. লেনদেন লিপিবদ্ধকরণ

গ. লেনদেনের ত্রুটি শনাক্তকরণ

ঘ. ব্যবসায়ের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন

৭. দুতরফা দাখিলা পদ্ধতি কীভাবে পরিমাপযোগ্য হয়?

ক. ব্যাখ্যা আকারে

খ. আর্থিক মূল্য হিসেবে

গ. তারিখের ক্রমানুসারে

ঘ. একটি হিসাব খাত দ্বারা

৮. যদি প্রারম্ভিক মূলধন ৬০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৯০,০০০ টাকা হয়, তবে মুনাফা অথবা ক্ষতি কত?

ক. মুনাফা ২০,০০০ টাকা

খ. ক্ষতি ৩০,০০০ টাকা

গ. মুনাফা ৩০,০০০ টাকা

ঘ. ক্ষতি ২০,০০০ টাকা

৯. দ্বৈত দাখিলার চূড়ান্ত প্রতিফলন ঘটে?

ক. মোট আয় = মোট ব্যয়

খ. মোট সম্পদ = মোট দাম

গ. মোট সঞ্চয় মোট বিনিয়োগ

ঘ. মোট দায় = মালিকানা তহবিল

১০. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কয়টি?

ক. ৫ খ. ৪

গ. ৬ ঘ. ৭

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.গ ২.গ ৩.গ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.খ ৮.গ ৯.খ ১০.ক

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা