এসএসসি ২০২৩ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১৪

৩১. বাংলাদেশের সরকারব্যবস্থায় মন্ত্রিপরিষদ কার নিকট দায়ী থাকে?

ক. বিচার বিভাগের খ. জাতীয় সংসদের

গ. শাসন বিভাগের ঘ. আইন বিভাগের

৩২. সংবিধানের ধর্মনিরপেক্ষতার মূল উদ্দেশ্য ছিল—

i. সাম্প্রদায়িকতা পরিহার করা

ii. রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা

iii. ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান বন্ধ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হলো—

i. এককেন্দ্রিক সরকার

ii. দুষ্পরিবর্তনীয়

iii. এক কক্ষবিশিষ্ট আইন পরিষদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কত মাস কারাগারে ছিলেন?

ক. ৭ মাস খ. ৯ মাস

গ. ১০ মাস ঘ. ১১ মাস

৩৫. স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু ভাষণ দেন কোথায়?

ক. বঙ্গভবনে

খ. গণভবনে

গ. রেসকোর্স ময়দানে

ঘ. টিএসসিতে

৩৬. কুদরাত–এ–খুদা শিক্ষা কমিশন কবে গঠিত হয়?

ক. ১৯৭২ সালের ২৬ জুলাই

খ. ১৯৭৩ সালের ২০ জুলাই

গ. ১৯৭৪ সালের ২৩ জুলাই

ঘ. ১৯৭৫ সালের ২৬ জুলাই

৩৭. যুদ্ধোত্তর বাংলাদেশে ঢাকা–লন্ডন রুটে প্রথম ফ্লাইট চালু হয় কবে?

ক. ১৯৭২ সালের ১ ডিসেম্বর

খ. ১৯৭৩ সালের ১৮ জুন

গ. ১৯৭৩ সালের ৩০ নভেম্বর

ঘ. ১৯৭৪ সালের ৫ জানুয়ারি

৩৮. ১৯৭২ সালে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের জরুরি কর্মপরিকল্পনা ঘোষণা করেন কে?

ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী

খ. তাজউদ্দীন আহমদ

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঘ. সৈয়দ নজরুল ইসলাম

৩৯. স্বাধীনতা–উত্তর প্রথম পাঁচসালা পরিকল্পনা গ্রহণ করা হয় কেন?

ক. বৈদেশিক সম্পর্ক উন্নয়নের জন্য

খ. শিক্ষার উন্নয়নের জন্য

গ. যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য

ঘ. দেশ পুনর্গঠন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য

৪০. বাংলাদেশের সংবিধান প্রণয়নের সঙ্গে সাদৃশ্য আছে কোনটির?

ক. শিক্ষা পরিষদ আদেশ

খ. বঙ্গপরিষদ আদেশ

গ. গণপরিষদ আদেশ

ঘ. সাধারণ পরিষদ আদেশ

সঠিক উত্তর

অধ্যায় ১৪: ৩১.খ ৩২.খ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.গ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.গ

কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)