এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কোন ধরনের হিসাব?

ক. মূলধন খ. সম্পদ

গ. দায় ঘ. উত্তোলন

৪২. সেবা প্রদান করে নগদ পাওয়া গেলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?

ক. সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি

খ. সম্পদ বৃদ্ধি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

গ. সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস

ঘ. দায় হ্রাস ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

৪৩. কখন মালিকানা তহবিল বৃদ্ধি পায়?

ক. ব্যয় বৃদ্ধি পেলে

খ. ক্ষতি হলে

গ. সম্পত্তি বৃদ্ধি পেলে

ঘ. আয় বা মুনাফা হলে

৪৪. ধারে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে নিচের কোনটি যথার্থ?

ক. সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি

খ. সম্পত্তি বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি

গ. দায় বৃদ্ধি ও আয় বৃদ্ধি

ঘ. দায় বৃদ্ধি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি

৪৫. কোনটি কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব?

ক. রায়হান হিসাব

খ. ঋণের হিসাব

গ. মূলধন হিসাব

ঘ. সোনালী ব্যাংক হিসাব

৪৬. GAAP-এর পূর্ণরূপ কী?

ক. Generally Accounting Accepted Principles.

খ. Generally Accounting Accepted Principal.

গ. Generally Accepted Accounting Principles.

ঘ. Generally Accounting Accepted Principal.

৪৭. IFRS -এর পূর্ণরূপ কী?

ক. International Financial Accounting Reporting Standard

খ. International Financial Reporting Standard

গ. International Financial Reporting Standards

ঘ. Internal Financial Reporting Standard.

৪৮. কোনটি কন্ট্রা সম্পত্তি/ বিপরীত সম্পদ?

ক. বকেয়া ব্যয়

খ. অনাদায়ি পাওনা সঞ্চিতি

গ. অগ্রিম আয়

ঘ. উত্তোলন

৪৯. ধারে বিক্রয়ের ফলে হিসাব সমীকরণ

(A = L+OE) এর কোন উপাদানের পরিবর্তন হবে?

ক. A ও L খ. A ও OE

গ. L ও OE ঘ. A, L ও OE

৫০. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

ক. আয়কর কর্তৃপক্ষ

খ. পাওনাদার

গ. ব্যবস্থাপক

ঘ. বিনিয়োগকারী

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.গ ৪২.খ ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.গ ৪৭.গ ৪৮.খ ৪৯.খ ৫০.গ

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন