সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | শিখন অভিজ্ঞতা ৮ - যোগাযোগে নিয়ম মানি (পর্ব -২ )

সপ্তম শ্রেণির পড়াশোনা

ভার্চ্যুয়াল ক্লাসরুম

সরাসরি ক্লাসে উপস্থিত না থেকে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর দূরদূরান্তে বসে ভিডিও কলে যুক্ত থেকে ক্লাসে যোগদান করাকে ভার্চ্যুয়াল ক্লাসরুম বলে। যেমন কোনো ছাত্র বাংলাদেশে বসে যুক্তরাষ্ট্রের কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনলাইন বা ভার্চ্যুয়াল ক্লাসরুমে যুক্ত হয়ে শিক্ষা লাভ করতে পারে।

বার্তা

যেকোনো ধারণা বা চিন্তা, যা কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করে এক পক্ষ থেকে আরেক পক্ষের কাছে প্রেরণ করা হয়, তাকে বার্তা বলে।

ট্রাফিক নিয়মকানুন

যেসব নির্দিষ্ট নিয়মকানুন মেনে রাস্তায় যানবাহন ও মানুষ চলাচল করে, সেসব নিয়মকানুনকে ট্রাফিক নিয়মকানুন বলে। যেমন রাস্তায় গাড়ি চলাকালীন সময়ে আলোর লাল সংকেত প্রদর্শন করে। সে ক্ষেত্রে গাড়ি থামাতে হয়। হলুদ বাতি জ্বলে উঠলে যাত্রা প্রস্তুতি এবং সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি নিয়ে এগিয়ে যেতে হয়।

আরও পড়ুন

জেব্রা ক্রসিং

পথচারীর রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝখানে সাদা–কালো আড়াআড়িভাবে যে দাগ থাকে, তাকে জেব্রা ক্রসিং বলে। মানুষের সমাগম বা ভিড় বেশি, এমন স্থানে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ব্যবহার করা হয়।

ইমোজি

ইমোজি হলো একটি ভাবনির্দেশক চিহ্ন বা ছোট ছবি, যা প্রেরকের মনের ভাব বা আবেগ প্রকাশ করে। সাধারণত বেশি কথা বা অনুভূতি ছোট ছবি বা চিহ্ন দ্বারা প্রকাশ করতে ইমোজি ব্যবহার করা হয়। অনেক ধরনের ইমোজি রয়েছে। যেমন মজার ইমোজি, হাসির ইমোজি, দুঃখের ইমোজি ইত্যাদি।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন