সাধারণ জ্ঞান-৬: এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব

ফাইল ছবি

১. কাশ্মীরের পেহেলগামকে বলা হয়—মিনি সুইজারল্যান্ড

২. ‘রিউমর স্ক্যানার’ হলো—একটি তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান

৩. জাতিসংঘ সদর দপ্তরে নতুন পতাকা উত্তোলন করা হয়েছে—সিরিয়ার

৪. ভারত ও পাকিস্তানের মধ্যে পানিবণ্টন–সংক্রান্ত ‘সিন্ধু পানি চুক্তি’র মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে—বিশ্বব্যাংক

৫. ‘নতুন পোপ’ বেছে নেওয়ার জটিল প্রক্রিয়াকে বলা হয়—‘কনক্লেভ’

৬. ১১৬তম জব্বারের বলীখেলার ২০২৫ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন—কুমিল্লার শরীফ

৭. সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেছে—স্পেনে। ৬০ টন পণ্য নিয়ে।

আরও পড়ুন

৮. বাংলাদেশ বিমানবাহিনীর ২০২৫ সালের বার্ষিক মহড়ার নাম—‘আকাশ বিজয়’

৯. বিটিএমসি ৭৪টি বস্ত্রকল নিয়ে গঠিত হয়—১৯৭২ সালে

১০. বিশ্বের দীর্ঘতম প্রিফ্যাব্রিকেটেড (সড়ক ও রেল সুড়ঙ্গ) তৈরি হচ্ছে ডেনমার্ক ও জার্মানির মধ্যে, নাম ফেরাবে টানেল (দৈর্ঘ্য ১৮ কিমি)। এটি বাল্টিক সাগরের নিচে অবস্থিত

১১. আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন ২০২৫ সালের ২৪ এপ্রিল শুরু হয়—লন্ডনে

১২. বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫–এর প্রতিপাদ্য বিষয় ছিল—‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’

১৩. বাংলাদেশের হাজিদের জন্য ২০২৫ সালে চালু করেছে—‘লাব্বাইক’ অ্যাপ

১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সর্বপ্রথম ‘আনন্দ শোভাযাত্রা’ প্রবর্তিত হয়—১৯৮৯ সালে

আরও পড়ুন

১৫. আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামকরণ করা হয়—১৯৯৬ সালে

১৬. ‘মঙ্গল শোভাযাত্রা’ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি তালিকায় পায়—২০১৬ সালে

১৭. বাংলা নববর্ষ ১৪৩২ আয়োজিত ‘বর্ষবরণ শোভাযাত্রায়’ বাংলাদেশের—২৮টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে

১৮. বাংলাদেশ স্যাটেলাইট-১ তৈরি করেছে ফ্রান্সের স্পেস প্রতিষ্ঠান—থ্যালেস অ্যালেনিয়া

১৯. বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো—ভারতের বার্নিহাট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দূষণমাত্রার চেয়ে ২৫ গুণ বেশি

২০. বিশ্বের স্যাটেলাইট ক্লাবে বাংলাদেশ যুক্ত হয়েছে—৫৭তম দেশ হিসেবে

আরও পড়ুন