পরিচ্ছদ ৮
১১. অনু, অদ্য, মন—শব্দগুচ্ছে ‘অ’–এর উচ্চারণ কেমন হয়?
ক. অ–এর মতো খ. ও–এর মতো
গ. উ–এর মতো ঘ. ঔ–এর মতো
১২. ‘জ্ঞান’ শব্দে ‘আ’–এর কীরূপ উচ্চারণ পাওয়া যায়?
ক. আ খ. অ
গ. ও ঘ. অ্যা
১৩. নিচের কোন বর্ণ দুটির হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণের ব্যবহার হলেও উচ্চারণ একই রকম?
ক. অ, আ খ. ই, ঈ
গ. এ, ঐ ঘ. ও, ঔ
১৪. নিচের কোন বর্ণগুলোর হ্রস্বতা ও দীর্ঘতা বোঝাতে আলাদা বর্ণের ব্যবহার হলেও উচ্চারণ একই রকম?
ক. আ, অ্যা খ. এ, ঐ
গ. উ, ঊ ঘ. ও, ঔ
১৫. ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য শব্দগুলোতে ‘ঋ’–এর উচ্চারণ কীরূপ?
ক. রি খ. রী
গ. রৃ ঘ. ব্রি
১৬. নিচের কোন শব্দে ‘এ’ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হবে?
ক. বেলা খ. খেলা
গ. একটা ঘ. একটি
১৭. নিচের কোন শব্দে ‘এ’ বর্ণের ‘অ্যা’ উচ্চারণ হবে?
ক. দেশ খ. এলো
গ. একটা ঘ. একটি
১৮. ‘একটা’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. এক্টা খ. অ্যাক্টা
গ. একটা ঘ. অ্যাকটা
১৯. ‘তৈল’ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক. তোইল খ. তৌইলো
গ. তোইলো ঘ. তোইল্
২০. ‘ঔষধ’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. ওউ্শধ্ খ. ঔশোধ্
গ. ওউশোধ্ ঘ. ওউশধ
সঠিক উত্তর
পরিচ্ছদ ৮: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা