অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টন - হিসাববিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৩৫. অংশীদারেরা প্রতি দুই মাস অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কারবার থেকে উত্তোলন করলে, উত্তোলনের ওপর কত দিনের সুদ ধরতে হবে।
ক. ৬.৫ মাসের খ. ৫.৫ মাসের
গ. ২.৫ মাসের ঘ. ১.৫ মাসের
৩৬. ১০% সুদে ১০,০০০ টাকার উত্তোলনের সুদ কত টাকা?
ক. ৫০০ টাকা খ. ১,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা ঘ. ১১,০০০ টাকা
৩৭. মাসের শুরুতে উত্তোলন করলে উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হয়?
ক. ৫.৫ খ. ৬
গ. ৬.৫ ঘ. ১২
৩৮. প্রতি মাসের শুরুতে ১০০ টাকা করে উত্তোলন করলে ৫% হারে সুদ হবে কত টাকা?
ক. ২৫ টাকা খ. ২৭.৫০ টাকা
গ. ৩০ টাকা ঘ. ৩২.৫০ টাকা
৩৯. এক বা একাধিক অংশীদার কর্তৃক অন্য একজন অংশীদারকে কাঙ্ক্ষিত মুনাফা দেওয়ার প্রতিশ্রুতিকে কী বলে?
ক. অস্তিত্ব খ. নিশ্চয়তা
গ. সম্মতি ঘ. আশ্বস্ত
৪০. নিট মুনাফা ২০,০০০ টাকা এবং কমিশন পূর্ববর্তী মুনাফার ওপর কমিশন ২০% হলে কমিশন কত টাকা?
ক. ৩,৩৩৩ টাকা খ. ৪,০০০ টাকা
গ. ৫০০০ টাকা ঘ. ২৫,০০০ টাকা
৪১. অংশীদারি কারবারে সমন্বিত মূলধন হিসাবে কীভাবে দেওয়া থাকে?
ক. মুনাফা খ. বেতন
গ. প্রারম্ভিক মূলধন
ঘ. সমাপনী মূলধন
৪২. কোন ব্যবসায়ে মালিকানা অবাধে হস্তান্তরযোগ্য নয়?
ক. অংশীদারি ব্যবসায়
খ. পাবলিক লি. কোম্পানি
গ. হোল্ডিং কোম্পানি
ঘ. সাবসিডিয়ারি কোম্পানি
৪৩. অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টিত হয়—
i. চুক্তি অনুসারে
ii. চুক্তির অবর্তমানে সমানভাবে
iii. চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান—
i. অংশীদারি চুক্তি
ii. সদস্যসংখ্যা
iii. অসীম দায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. উত্তম অংশীদারি চুক্তিপত্র হচ্ছে—
i. লিখিত ii. মৌখিক
iii. নিবন্ধিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. মূলধনের ওপর সুদ ধার্য করার যৌক্তিকতা হলো—
i. মূলধনের অনুপাত, মুনাফা বণ্টনের অনুপাতের সমান না বলে
ii. ব্যবসায়ে অর্জিত মুনাফার প্রকৃত পরিমাণ জানা
iii. মূলধনের সুদ, মুনাফা বণ্টনের একটি প্রক্রিয়া বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. উত্তোলনের সুদের জন্য স্থিতিশীল পদ্ধতিতে জাবেদা হবে—
i. অংশীদারদের চলতি হিসাব ডেবিট
ii. অংশীবাদরদের মূলধন হিসাব ডেবিট
iii. লাভ–লোকসান বণ্টন হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪৩. ক ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. খ ৩৫. গ ৩৬. ক ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ ৪০. খ ৪১. ঘ ৪২. ক
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা