দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

২১. নিম্ন অক্ষাংশে সূর্যকিরণ কীভাবে পড়ে?

ক. খাড়াভাবে খ. তীর্যকভাবে

গ. হেলানোভাবে ঘ. আনুভূমিকভাবে

২২. সমুদ্র সমতল থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা —

ক. হ্রাস পায়

খ. বৃদ্ধি পায়

গ. একই থাকে

ঘ. ধীরে ধীরে বাড়ে

২৩. কোন ধরনের বায়ু প্রবাহিত হলে তা থেকে বৃষ্টিপাত বেশি হয়?

ক. ভারী বায়ু

খ. শুষ্ক বায়ু

গ. জলীয়বাষ্পপূর্ণ বায়ু

ঘ. শীতল বায়ু

২৪. মরু অঞ্চলের চেয়ে বনভূমিসমৃদ্ধ অঞ্চলে —

ক. বাষ্পীভবন বেশি হয়

খ. বাষ্পীভবন কম হয়

গ. বৃষ্টিপাত কম হয়

ঘ. সূর্যালোক মাটিতে বেশি পৌছায়

২৫. বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোনটি দ্বারা?

ক. ব্যারোমিটার

খ. হাইগ্রোমিটার

গ. ফিতা

ঘ. স্কেল

আরও পড়ুন

২৬. সব ধরনের বারিপাত কোনটির ওপর নির্ভরশীল?

ক. কুয়াশার ওপর

খ. শিশিরের ওপর

গ. জলীয়বাষ্পের ওপর

ঘ. বৃষ্টির ওপর

২৭. প্রকৃতি অনুযায়ী বারিপাত কত শ্রেণিতে বিভক্ত?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

২৮. পানিপ্রবাহকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

২৯. কার সূত্রানুসারে ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহের দিক নিয়ন্ত্রিত হয়?

ক. বাইস ব্যাসল্টের সূত্র

খ. ফেরেলের সূত্র

গ. আর্কের সূত্র

ঘ. হামবোল্টের সূত্র

৩০. নিয়ত বায়ু কত প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১.ক ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.খ ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.খ ৩০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন