সংক্ষেপে জেনে রাখি - শহুরে বসতি, বার্ষিক গতি, অতি-জনাকীর্ণতা, অস্থায়ী মূল কণিকা

শহুরে বসতি

যে বসতি অঞ্চলের অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ অকৃষিজ পেশার ওপর নির্ভরশীল, বিশেষত শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত, সেই বসতিকে সাধারণভাবে শহুরে বসতি বলে।

বার্ষিক গতি

পৃথিবী নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। এই পরিক্রমণকে বার্ষিক গতি বলে। বার্ষিক গতির ফলে পৃথিবীতে দিন–রাত্রির হ্রাস–বৃদ্ধি ও ঋতু পরিবর্তন ঘটে।

অতি-জনাকীর্ণতা

জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে অতি-জনাকীর্ণতা বলে। এর ফলে মোট উৎপাদিত সম্পদের পরিমাণ তথা মাথাপিছু উৎপাদিত সম্পদের পরিমাণ অল্প হয়, যা মাথাপিছু উৎপাদন ও ভোগের পরিমাণ হ্রাস করে।

অস্থায়ী মূল কণিকা

যেসব কণিকা মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। প্রায় ১০০টি অস্থায়ী কণিকা আছে। যেমন নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিট্রন, পজিট্রন, মেসন, বোসন, পাইওন, মিউওন, পজিট্রিনো ইত্যাদি।

আরও পড়ুন