এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. প্রতিনিধিত্বের সমস্যার মূল বিষয়টি কী?

ক. আর্থিক ব্যবস্থাপকগণ মালিকদের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি প্রাধান্য দেন

খ. আর্থিক ব্যবস্থাপকগণ কর্তৃক বিক্রয় প্রতিনিধিদের স্বার্থ ক্ষুণ্ন করা

গ. মালিক কর্তৃক প্রতিনিধিদের পারিশ্রমিক না দেওয়া

ঘ. বিক্রয় প্রতিনিধি নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি

৪২. তারল্য ও দেউলিয়াত্ব ঝুঁকির মধ্যে সম্পর্ক কেমন?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. নিরপেক্ষ ঘ. আনুপাতিক

৪৩. অর্থায়নের প্রথম কাজ কোনটি?

ক. তহবিল সংগ্রহ

খ. তহবিল বণ্টন

গ. মূলধন সংরক্ষণ

ঘ. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা

৪৪. বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন গ্রহণযোগ্য দ্রব্যকে কী বলে?

ক. অর্থ খ. মুনাফা

গ. আয় ঘ. ব্যয়

৪৫. মি. তাকি একটি কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ারে তাঁর সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। এ ক্ষেত্রে তিনি অর্থায়নের নিচের কোন নীতিটি অনুসরণ করছেন?

ক. মুনাফা ও তারল্য নীতি

খ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি

গ. ঝুঁকি ও মুনাফা সমন্বয় নীতি

ঘ. উপযুক্ততার নীতি

৪৬. ২০২০ সালে একটি নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য ম্যাক্স লিমিটেডের ৫০,০০,০০০ টাকা প্রয়োজন। কোম্পানিটি বাজারে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অথবা দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে উক্ত অর্থ সংগ্রহ করতে পারে। অর্থায়নের ভাষায় অর্থ সংগ্রহের এ কার্যটিকে কী বলা যায়?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. সম্পদ ব্যবস্থাপনা সিদ্ধান্ত

ঘ. নগদ তহবিল ব্যবস্থাপনা সিদ্ধান্ত

৪৭. একটি দেশের সরকার যদি উন্নয়নমূলক কোনো কাজ করতে চায়, তাহলে তারা কীভাবে এর অর্থায়ন করবে?

ক. নিজস্ব অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. বেসরকারি অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

৪৮. সরকারি অর্থায়নে সর্বাগ্রে বিবেচনার বিষয় কোনটি?

ক. আয় খ. ব্যয়

গ. সঞ্চয় ঘ. বিনিয়োগ

৪৯. আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য অর্থায়নকে কী বলে?

ক. সরকারি অর্থায়ন

খ. ব্যক্তিগত অর্থায়ন

গ. অব্যবসায় অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

৫০. জামানতযুক্ত ঋণ বলতে কী বুঝি?

ক. দেয় নোট খ. স্বীকৃতিপত্র

গ. ঋণরেখা ঘ. ট্রাস্ট রশিদ

৫১. কেন্দ্রবিন্দুতে অর্থায়নের সঙ্গে কোন বিষয়টি জড়িত?

ক. বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার বিষয়

খ. মুনাফা সর্বাধিকরণের বিষয়

গ. সামাজিক দায়বদ্ধতার বিষয়

ঘ. সম্পদ সর্বাধিকরণের বিষয়

৫২. জামানতবিহীন অর্থসংস্থান নিচের কোনটি?

ক. স্বল্পমেয়াদি

খ. মধ্যমেয়াদি

গ. দীর্ঘমেয়াদি

ঘ. স্বল্প ও দীর্ঘমেয়াদি

৫৩. ‘অর্থায়ন’ দ্বারা বোঝানো হয় —

i. অর্থ সংগ্রহ

ii. বিনিয়োগ

iii. মুনাফা বিতরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. অর্থায়নের মৌলিক সিদ্ধান্তের মধ্যে অন্যতম—

i. বিনিয়োগ সিদ্ধান্ত

ii. অর্থায়ন সিদ্ধান্ত

iii. প্রতিস্থাপন সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫. অর্থায়নকে বাহ্যিক সংযোগ রক্ষা করতে হয় —

i. সরকারি সংস্থাসমূহের সঙ্গে

ii. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে

iii. মূলধন বাজারের সঙ্গে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৬. মূলধন বাজেটিং সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনা করা হয় —

i. অর্থের সময় মূল্য

ii. ঝুঁকির মাত্রা

iii. লভ্যাংশ নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৭. মূলধন কাঠামো সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হয় —

i. নিজস্ব মূলধনের পরিমাণে

ii. ঋণকৃত মূলধনের পরিমাণে

iii. মূলধন ব্যয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৮. অব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয় না —

i. শেয়ার ইস্যু

ii. ঋণপত্র বিক্রয়

iii. আত্মীয়স্বজনের নিকট থেকে ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে সহায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে —

i. উপযুক্ততার নীতি

ii. ধারে বিক্রয় নীতি

iii. আদায় নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. উপযুক্ততার নীতির আলোকে যে কাজ করা হয় —

i. স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন সংগ্রহ

ii. দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ

iii. স্বল্পমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.খ ৪৩.ক ৪৪.ক ৪৫.খ ৪৬.ক ৪৭.খ ৪৮.খ ৪৯.ঘ ৫০.খ ৫১.ঘ ৫২.ক ৫৩.ঘ ৫৪.ক ৫৫.ঘ ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ক ৫৯.ঘ ৬০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা