সংক্ষেপে জেনে রাখি - গলজি বস্তু, পরিচলন তাপ, ক্লোরোফ্লুরো কার্বন, ব্ল্যাক ফরেস্ট পর্বতশ্রেণি

গলজি বস্তু

গলজি বস্তু প্রধানত প্রাণিকোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদকোষেও দেখা যায়। এটি সিস্টানি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সঙ্গে এর নিবিড় সম্পর্ক রয়েছে। এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। স্নায়ুবিজ্ঞানী ক্যামিলো গলজি ১৮৯৮ সালে এটি আবিষ্কার করেন।

পরিচলন তাপ

উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। তাপ পরিবহন, পরিচলন এবং বিকিরণ এই তিনটি উপায়ে সঞ্চালিত হয়। তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। আমরা যখন কোনো পানির পাত্রকে চুলায় গরম করি তখন এর নিচের অংশের পানি গরম হয়ে ওপরে উঠে আসে।

ক্লোরোফ্লুরো কার্বন

‘ক্লোরোফ্লুরো কার্বন’ গ্যাসকে সংক্ষেপে বলা হয় সিএফসি (CFC)। গ্রিনহাউস গ্যাসের মধ্যে ‘সিএফসি’ অন্যতম। এ গ্যাসটির বায়ুমণ্ডল উত্তপ্তকরণক্ষমতা কার্বন ডাই–অক্সাইডের চেয়ে ১০ হাজার গুণ বেশি। এটি বাতাসে ছড়িয়ে ওজোন স্তরের ক্ষতি করে। ১৯৮৭ সালে একটি আন্তর্জাতিক চুক্তিতে এ গ্যাসটির উৎপাদন নিষিদ্ধ করা হয়।

ব্ল্যাক ফরেস্ট পর্বতশ্রেণি

ব্ল্যাক ফরেস্ট হলো পশ্চিম জার্মানির বাডেন-ওয়ার্টেমবার্গ রাজ্যের একটি বৃহৎ বনভূমি পর্বতশ্রেণি। এটি পশ্চিম এবং দক্ষিণে রাইন উপত্যকা দ্বারা আবদ্ধ। এর সর্বোচ্চ শিখরটির নাম ফিল্ডবার্গ যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৯৯৩ মিটার উঁচু। ব্ল্যাক ফরেস্ট নেইস পাথর এবং গ্রানাইটের স্তরের ওপর বেলেপাথরের আচ্ছাদন দিয়ে গঠিত।

আরও পড়ুন