এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১১১-১২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

১১১. বার্ষিক সমকিস্তি পদ্ধতিতে অবচয় নির্ধারিত হয়—

i. সম্পত্তি ক্রয়ের অর্থকে বিনিয়োগ হিসাবে গণ্য করে

ii. বিনিয়োগের সুদ সম্পত্তি মূল্যের সঙ্গে যোগ করে

iii. বছর শেষে অবচয় হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পত্তির মূল্য ও সুদের যোগফল থেকে বাদ দিয়ে দেখাতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১২. প্রতিপূরক তহবিল পদ্ধতিতে অবচয় র্নিধারিত হয়—

i. অকেজো সম্পত্তির স্থলে নতুন সম্পত্তি ক্রয়ের জন্য তহবিল তৈরি করে

ii. পূর্ববর্তী বছরের অবচয়ের মাধ্যমে তহবিল তৈরি করে

iii. সম্পত্তির মূল্য হ্রাসের মাধ্যমে তহবিল তৈরি করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৩. বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় নির্ধারিত হয়—

i. ক্রমহ্রাসমান জের পদ্ধতির অনুরূপে

ii. সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয়

iii. মোট অঙ্কের ভাগফলকে এককের বছর দ্বারা গুণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৪. পুনর্মূল্যায়ন পদ্ধতিতে অবচয় নির্ধারিত হয়—

i. পুনর্মূল্যায়নে সম্পত্তির মূল্য হ্রাসকে অবচয় বলে

ii. পূর্ববর্তী বছরের সম্পত্তির ব্যালেন্সকে অবচয় বলে

iii. বার্ষিক নির্ণীত সম্পত্তির মূল্যহ্রাসকে অবচয় বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৫. যন্ত্রঘণ্টা হার পদ্ধতিতে অবচয় নির্ণয় হয়—

i. যন্ত্রের আনুমানিক আয়ুষ্কালকে ঘণ্টায় পরিণত করে

ii. মোট মূল্যকে মোট ঘণ্টা দ্বারা ভাগ

করে

iii. ভগ্নাবশেষ মূল্য যন্ত্রের মোট মূল্য থেকে বাদ দিয়ে মোট ঘণ্টা দিয়ে ভাগ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৬. শূন্যকরণ পদ্ধতিতে অবচয়ের ক্ষেত্রে প্রযোজ্য

i. কলকবজা, দালানকোঠা ও আসবাব

ii. তেল, কয়লা ও গ্যাস

iii. ইজারা সম্পত্তি, সুনাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৭. অবচয়ের ক্ষেত্রে পুনঃস্থাপন ব্যয় পদ্ধতি কেন জনপ্রিয়—

i. সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণের জন্য

ii. মুদ্রাস্ফীতিজনিত সমস্যা মোকাবিলা করার জন্য

iii. সম্পত্তির মোট অবচয় নির্ধারণের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১৮. দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার ধরা হয়—

i. ক্রমহ্রাসমান জের পদ্ধতির দ্বিগুণ

ii. শূন্যকরণ পদ্ধতির দ্বিগুণ

iii. স্থির কিস্তির দ্বিগুণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১১৯ ও ১২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব লিকু একজন সাধারণ ব্যবসায়ী। তিনি ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ৯০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেছিলেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ৯ বছর। এর কোনো ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে না।

১১৯. সরলরৈখিক পদ্ধতিতে মেশিনটির বার্ষিক অবচয় কত?

ক. ৮,০০০ টাকা খ. ৯,০০০ টাকা

গ. ১০,০০০ টাকা ঘ. ১১,০০০ টাকা

১২০. সরলরৈখিক পদ্ধতিতে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মেশিনের মূল্য কত দাঁড়াবে?

ক. ৮০,০০০ টাকা

খ. ৭০,০০০ টাকা

গ. ৫,০০,০০০ টাকা

ঘ. ৬০,০০০ টাকা

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১১১.গ ১১২.ক ১১৩.গ ১১৪.খ ১১৫.গ ১১৬.গ ১১৭.খ ১১৮.গ ১১৯.গ ১২০.ক

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০)