এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

৩১. কোনটি অনুমানভিত্তিক খরচ?

ক. দেনা খ. পাওনা

গ. প্রদত্ত দেনা ঘ. অবচয়

৩২. একটি সম্পত্তির ক্রয়মূল্য ২০,০০০ টাকা এবং কার্যকরী জীবন ১০ বছর হলে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের বার্ষিক অবচয়ের হার কত?

ক. ১০% খ. ৪০%

গ. ৩০% ঘ. ২০%

৩৩. সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করা হয় কোনটির ওপর?

ক. সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যের

খ. সম্পত্তির অবচয়যোগ্য মূল্যের

গ. সম্পত্তির বিক্রয়মূল্যের

ঘ. সম্পত্তির ক্রয়মূল্যের

৩৪. অবচয় কিসের ব্যয় বণ্টনের প্রক্রিয়া?

ক. চলতি সম্পত্তির

খ. চলতি দায়ের

গ. স্থায়ী সম্পত্তির

ঘ. প্রত্যক্ষ আয়ের

৩৫. স্থায়ী সম্পদের ব্যয়কে তার আয়ুষ্কালের মধ্যে বণ্টন করে দেওয়ার প্রক্রিয়াকে কী বলে?

ক. অবলোপন খ. অবচয়

গ. অপচয় ঘ. প্রক্রিয়াকালীন ব্যয়

৩৬. Amortization কী?

ক. অস্পর্শনীয় সম্পদের ব্যয়কে তার ব্যবহারিক জীবনকালের মধ্যে খরচরূপে বণ্টন

খ. স্পর্শনীয় সম্পদের ব্যয়কে তার জীবনকালের মধ্যে খরচরূপে বণ্টন

গ. স্থায়ী সম্পদের ব্যয়কে তার ব্যবহারিক জীবনকালের মধ্যে খরচরূপে বণ্টন

ঘ. প্রাকৃতিক সম্পদের ব্যয়কে তার ব্যবহারিক জীবনকালের মধ্যে খরচরূপে বণ্টন

৩৭. কোন পদ্ধতি অনুসারে অবচয় চার্জ করা আয়কর আইন অনুসারে বাধ্যতামূলক?

ক. সরলরৈখিক

খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতি

গ. বার্ষিক বিমা কিস্তি পদ্ধতি

ঘ. উৎপাদন একক পদ্ধতি

৩৮. বার্ষিক ১০% হারে ২,৪০,০০০ টাকার একটি মেশিনের এক মাসের অবচয় কত?

ক. ১,২০০ টাকা খ. ২,০০০ টাকা

গ. ৮০০ টাকা ঘ. ১২০ টাকা

৩৯. তেল, গ্যাস, কয়লা প্রভৃতি খনিজ সম্পদের অবচয়ের সৃষ্টি হয় কীভাবে?

ক. ব্যবহারের কারণে

খ. সময়ের অতিবাহনে

গ. নিঃশেষকরণের মাধ্যমে

ঘ. অপ্রচলনের কারণে

৪০. মোটরগাড়ি, ট্রাক, বাস ইত্যাদি সম্পদের কোন পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হয়?

ক. যান্ত্রিক ঘণ্টা হার

খ. উৎপাদন একক

গ. মাইল হার

ঘ. প্রতিস্থাপন ব্যয়

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.খ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.খ ৩৮.খ ৩৯.গ ৪০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)