বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) : অধ্যায় ৪ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অষ্টম শ্রেণি

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৪১. ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোনটির মাধ্যমে?

ক. হেল্প বাটন খ. স্ট্যাটাস বার

গ. অফিস বাটন ঘ. রিবন

৪২. রিবনের ঠিক নিচে কোনটি অবস্থিত?

ক. সেল রেফারেন্স

খ. স্ট্যাটাস বার

গ. হেল্প বাটন

ঘ. রিবন

৪৩. মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ড গুচ্ছাকারে থাকে, এগুলোকে একত্রে কী বলে?

ক. কমান্ড খ. কমান্ড লিস্ট

গ. মেনু লিস্ট ঘ. রিবন

৪৪. স্প্রেডশিটের সাহায্যে অনেক ধরনের কী কাজ করা যায়?

ক. গাণিতিক খ. আঁকাআঁকি

গ. তথ্য সংরক্ষণ ঘ. শুদ্ধকরণ

৪৫. শিট ট্যাব ব্যবহার হয় কেন?

ক. ওয়ার্কশিট সংরক্ষণে

খ. ওয়ার্কশিট খুলতে

গ. ওয়ার্কশিট ফরম্যাটের জন্য

ঘ. বিভিন্ন শিটের মধ্যে আসা-যাওয়া করার জন্য

আরও পড়ুন

৪৬. ওয়ার্কশিটে 1, 2, 3, 4... দিয়ে কী নির্দেশ করে?

ক. সেল খ. সারি

গ. কলাম ঘ. ঘর

৪৭. নতুন ওয়ার্কশিট খুলতে কি-বোর্ডের কোন বোতাম চাপতে হয়?

ক. Shift + A খ. Alt + N

গ. Tab + N ঘ. Ctrl + N

৪৮. ওয়ার্কশিট সংরক্ষণ করতে কি-বোর্ডের কোন বোতাম চাপতে হয়?

ক. Ctrl + S খ. Alt + S

গ. Tab + S ঘ. Shift + S

৪৯. এক্সেলে কতভাবে যোগ করা যায়?

ক. ২ ভাবে খ. ৩ ভাবে

গ. ৪ ভাবে ঘ. ৫ ভাবে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফলের হিসাব শিক্ষকেরা কাগজ, কলম আর ক্যালকুলেটরের সাহায্যে করে থাকেন। কাজটি অনেক সময়ই নির্ভুলভাবে করা যায় না। এ বছর একটি নতুন পদ্ধতির ব্যবহার তাঁদের কাজটি সহজ করে দিয়েছে।

৫০. শিক্ষকেরা নতুন কোন পদ্ধতির সন্ধান পেয়েছেন?

ক. মাইক্রোসফট ওয়ার্ড

খ. লেখালেখির প্রোগ্রাম

গ. আউটলুক

ঘ. স্প্রেডশিট প্রোগ্রাম

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.গ ৪২.ক ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.খ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.ক ৫০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন