বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ১১ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - অষ্টম শ্রেণি

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১১

১. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃতাত্ত্বিক বিচারে কোন জনগোষ্ঠীর লোক?

ক. আরবীয় খ. মঙ্গোলীয়

গ. ভারতীয় ঘ. ককেশীয়

২. নিচের কোনটি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

ক. রেড ইন্ডিয়ান খ. বম

গ. শূদ্র ঘ. বৈশ্য

৩. গারো, হাজং, কোচ প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে?

ক. বৃহত্তর সিলেটে

খ. বৃহত্তর রাঙামাটিতে

গ. বৃহত্তর ময়মনসিংহে

ঘ. বরগুনায়

৪. খাসি ও মণিপুরি প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে?

ক. বৃহত্তর পাবনায় খ. বৃহত্তর খাগড়াছড়িতে

গ. বৃহত্তর সিলেটে ঘ. বৃহত্তর ময়মনসিংহে

৫. সাওতাঁল, ওঁরাও, মাহালি, মুন্ডা প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে?

ক. বৃহত্তর বগুড়ায় খ. বৃহত্তর সিলেটে

গ. বৃহত্তর বরিশালে ঘ. গাজীপুরে

আরও পড়ুন

৬. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনায় কারা বসবাস করে?

ক. মণিপুরি খ. রাখাইন

গ. খাসিয়া ঘ. চাকমা

৭. বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি?

ক. মারমা খ. চাকমা

গ. খাসিয়া গ. মণিপুরি

৮. বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী নিচের কোন জেলায় বাস করে?

ক. কক্সবাজার খ. রাজশাহী

গ. খাগড়াছড়ি ঘ. সিলেট

৯. ‘জুম’চাষ করে থাকে—

i. চাকমারা

ii. মারমারা

iii. খাসিরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. নিচের কোনটি গারো সমাজের দল?

ক. মান্দি খ. বিজু

গ. সাংমা ঘ. তাতাং

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১.খ ২.খ ৩.গ ৪.গ ৫.খ ৬.খ ৭.খ ৮.গ ৯.ক ১০.গ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন