এইচএসসি ২০২২ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

১. বিভাজনক্ষমতা অক্ষুণ্ন থাকে কোন টিস্যুতে?

ক. স্থায়ী টিস্যু খ. ভাজক টিস্যু

গ. জাইলেম টিস্যু ঘ. ফ্লোয়েম টিস্যু

২. কোথা থেকে ভাজক টিস্যুর সৃষ্টি হয়?

ক. ক্যাম্বিয়াম খ. কর্টেক্স

গ. মেরিস্টেম ঘ. প্রোমেরিস্টেম

৩. কোন টিস্যুর কোষীয় বিপাকের হার বেশি?

ক. ভাজক টিস্যু খ. স্থায়ী টিস্যু

গ. তরুক্ষীর টিস্যু ঘ. গ্রন্থি টিস্যু

৪. সরু কাণ্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে?

ক. পার্শ্বীয় ভাজক টিস্যু

খ. শীর্ষস্থ ভাজক টিস্যু

গ. প্রাইমারি ভাজক টিস্যু

ঘ. ইন্টারক্যালরি ভাজক টিস্যু

৫. সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটি?

ক. মেরিস্টেম খ. কর্ক ক্যাম্বিয়াম

গ. ফেলোজেন ঘ. কর্টেক্স

৬. মাস ভাজক টিস্যু কোনটি সৃষ্টি করে?

ক. বর্ধিষ্ণু মূল খ. মজ্জারশ্মি

গ. পাতা ঘ. কর্টেক্স

৭. নিচের কোনটিতে প্লেট ভাজক টিস্যু দেখা যায়?

ক. পাতা খ. কাণ্ড

গ. ভ্রূণ ঘ. শস্য

৮. তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়?

ক. রিব ভাজক টিস্যু

খ. মাস ভাজক টিস্যু

গ. প্লেট ভাজক টিস্যু

ঘ. নিবেশিত ভাজক টিস্যু

৯. মূলের বহিঃত্বককে কী বলে?

ক. এপিডার্মিস খ. এন্ডোডার্মিস

গ. হাইপোডার্মিস ঘ. এপিব্লেমা

১০. কোন উদ্ভিদের পাতায় লিগনিন জমা হয়?

ক. Gnetum খ. Cycas

গ. Pteris ঘ. Selaginella

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১. খ ২.ঘ ৩.ক ৪.ক ৫.খ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.ঘ ১০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা