ষষ্ঠ শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | শিখন অভিজ্ঞতা–১ : সমস্যার সমাধান
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
সমস্যার সমাধান
আমরা গত সেশনে বুঝতে পেরেছি যে আমাদের প্রতিদিনের সমস্যার ধরন অনুযায়ী বিভিন্ন রকম তথ্যের প্রয়োজন হয়। আমরা একটি সমস্যার সমাধান করে সেই সমাধানটি দিয়ে আমাদের আশপাশের মানুষকে সচেতন করব। আজকের সেশনে আমরা সমাধানগুলো কোথায় আছে বোঝার চেষ্টা করব। অর্থাৎ, যে তথ্যগুলো আমার চাই, সেগুলো এখন কোথায় আছে, সেগুলোই উত্স। তথ্যের উৎসকে দুই ভাগে ভাগ করা যায়। যথা—
১. মানবীয় উৎস, ২. জড় উৎস
মনে করো, তোমার বাসায় একজন এসে জানিয়ে গেলেন কেন টিকা দেওয়া প্রয়োজন।
আবার তোমার অভিভাবকের মুঠোফোনে কখন, কোথায় টিকা দিতে হবে তার তথ্য এল।
এখানে তোমার বাসায় আসা ব্যক্তি হলেন মানবীয় উত্স। মানবীয় উৎস হলো যখন একজন মানুষ সক্রিয়ভাবে তোমাকে তথ্য দিচ্ছে। আর মুঠোফোনটি হলো জড় উৎস। জড় উৎস হলো যখন তোমাকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করে তথ্য পেতে হয়।
তথ্য আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং বিভিন্ন তথ্যের জন্য উৎসও হয় ভিন্ন।
তথ্যের উৎসকে অন্য দুইভাবে দেখা হয়। সেগুলো হলো—
১. প্রাথমিক উৎস বা মূল উৎস
২. মাধ্যমিক উৎস বা পরোক্ষ উৎস
আমরা অনুমান করতে পারছি, কোনগুলো মানবীয় উৎস আর কোনগুলো জড় উৎস।
মানবীয় উৎসগুলো বিভিন্ন রকম হতে পারে।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা