এসএসসি ২০২৩ - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
৪১. সূর্যের ব্যাস কত কিলোমিটার?
ক. ১৩,২০,০০০ খ. ১৩,৮৪,০০০
গ. ১৪,৩৪,০০০ ঘ. ১৬,০০,০০০
৪২. সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?
ক. ১২ লাখ খ. ১৩ লাখ
গ. ২৬ লাখ ঘ. ২৮ লাখ
৪৩. মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে কী সৃষ্টি হয়েছে?
ক. সূর্য খ. বৃহস্পতি
গ. সৌরজগৎ ঘ. বিশ্বজগৎ
৪৪. সূর্যে হিলিয়ামের পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ৪৪ খ. ৪৫
গ. ৪৭ ঘ. ৪৮
৪৫. সূর্য কত দিনে নিজ অক্ষের ওপর আবর্তন করে?
ক. ২৫ দিনে খ. ৩৬ দিনে
গ. ৪০ দিন ঘ. ৪২ দিনে
৪৬. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী?
ক. বুধ খ. মঙ্গল
গ. বৃহস্পতি ঘ. শুক্র
৪৭. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহের নাম কী?
ক. বৃহস্পতি খ. শুক্র
গ. বুধ ঘ. মঙ্গল
৪৮. দূরত্বের দিক দিয়ে সূর্য থেকে শুক্রের অবস্থান কততম?
ক. ৫ম খ. ৪র্থ
গ. ৩য় ঘ. ২য়
৪৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক. শুক্র খ. বুধ
গ. শনি ঘ. বৃহস্পতি
৫০. সন্ধ্যাতারা ও শুকতারা আসলে কী?
ক. শুক্র গ্রহ খ. মঙ্গল গ্রহ
গ. বৃহস্পতি ঘ. ইউরেনাস
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪১.খ ৪২.খ ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ক ৪৬.গ ৪৭.গ ৪৮.ঘ ৪৯.ক ৫০.ক
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা