সমাজকর্ম ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. শারীরিক সৌন্দর্য, ব্যক্তিত্ব বিকাশ ও লজ্জা নিবারণের জন্য কোনটি প্রয়োজন?

ক. খাদ্য খ. বাসস্থান

গ. বস্ত্র ঘ. চিত্তবিনোদন

১২. কাদের জন্য মৌলিক মানবিক চাহিদা আবশ্যক?

ক. শিশুদের জন্য

খ. নারীদের জন্য

গ. বয়স্কদের জন্য

ঘ. প্রতিটি মানুষের জন্য

১৩. কিসের অভাবে গলগণ্ড রোগ হয়?

ক. ভিটামিন এ খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি ঘ. আয়োডিন

১৪. মানবজীবনকে স্থায়ী রূপ দিয়েছে কোনটি?

ক. শিক্ষা খ. স্বাস্থ্য

গ. বাসস্থান ঘ. খাদ্য

১৫. মানবসভ্যতার প্রধান নির্দেশক কোনটি?

ক. চিকিত্সা খ. বস্ত্র

গ. খাদ্য ঘ. বাসস্থান

১৬. সামাজিক চাহিদার জন্ম হয় কেন?

ক. গবেষণার ফলে

খ. শিক্ষণের ফলে

গ. চাহিদার ফলে

ঘ. নৈতিকতার ফলে

১৭. কীভাবে নাগরিকদের মৌলিক চাহিদার স্বীকৃতি দেওয়া হয়েছে?

ক. আইনের মাধ্যমে

খ. গবেষণার মাধ্যমে

গ. শিক্ষার মাধ্যমে

ঘ. সংবিধানের মাধ্যমে

১৮. বাংলাদেশের বুকে কী চেপে বসেছে?

ক. সামাজিক বিশৃঙ্খলা

খ. রাজনৈতিক অস্থিরতা

গ. দারিদ্র্যের দুষ্টচক্র

ঘ. দুর্নীতি

১৯. শিক্ষা কয় ধরনের হতে পারে?

ক. ২ ধরনের খ. ৩ ধরনের

গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের

২০. সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে?

ক. ৪টি খ. ৫টি

গ. ৬টি ঘ. ৭টি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১.গ ১২.ঘ ১৩.ঘ ১৪.গ ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা