লজিক গেইট সংক্রান্ত প্রশ্নোত্তর (পর্ব ২) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | এইচএসসি ২০২৪
পুনবি৴ন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
১৮. সর্বজনীন গেট কোনটি?
ক. AND খ. NAND
গ. XOR ঘ. XNOR
১৯. চিত্রটি কোন গেট নির্দেশ করে?
ক. XOR খ. XNOR
গ. NAND ঘ. NOR
২০. মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে?
i. NAND
ii. NOR
iii. XOR
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. কোনটি NAND গেট?
নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
২২. উদ্দীপকের চিত্রটি কোন গেটের আউটপুট নির্দেশ করে—
ক. OR খ. AND
গ. NOT ঘ. NOR
২৩. উদ্দীপকের লজিক গেটের আউটপুট 1 পেতে হলে ইনপুট দিতে হবে—
i. A=0, B=0, C=0
ii. A=0, B=1, C=1
iii. A=1, B=0, C=1
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১৮. খ ১৯. গ ২০. ক ২১. খ ২২. ক ২৩. গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা