ভূগোল ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৭৬. কোন অঞ্চলে সর্বাধিক যান্ত্রিক বিচূর্ণীভবন সংঘটিত হয়?

ক. মালভূমিতে খ. মরু অঞ্চলে

গ. সমভূমিতে ঘ. নিরক্ষীয় অঞ্চলে

৭৭. ভূ-অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?

ক. কেন্দ্র খ. উপকেন্দ্র

গ. সমকেন্দ্র ঘ. পরিকেন্দ্র

৭৮. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত?

ক. উপকূলীয় ভূমি খ. বরেন্দ্র ভূমি

গ. প্লাবন ভূমি ঘ. পাহাড়ি ভূমি

৭৯. কোনটি লোকালয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে?

ক. সুনামি খ. জলোচ্ছ্বাস

গ. সিডর ঘ. সাইক্লোন

৮০. ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে—

i. অভ্যন্তরীণ চাপ

ii. অভ্যন্তরীণ তাপ

iii. পার্শ্ববর্তী অঞ্চলের চাপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮১. গিরিখাত অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট হলে তাকে কী বলে?

ক. ক্যানিয়ন খ. স্পার

গ. কাসকেড ঘ. জলপ্রপাত

৮২. কোন নদী বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নদী গঠন করে?

ক. নাফ খ. ভাগীরথী

গ. বরাক ঘ. তিতাস

৮৩. নিচের কোনটি যমুনার দীর্ঘতম উপনদী?

ক. ধরলা খ. করতোয়া

গ. তিস্তা ঘ. আত্রাই

৮৪. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?

ক. চীন খ. ইতালি

গ. জাপান ঘ. ইন্দোনেশিয়া

৮৫. সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে কী হয়?

ক. আগ্নেয়গিরি খ. সুনামি

গ. বিচূর্ণীভবন ঘ. ক্ষয়ীভবন

৮৬. বড় প্লেটের সংখ্যা কয়টি?

ক. ৩টি খ. ৭টি

গ. ২০টি ঘ. ২৭টি

৮৭. S-তরঙ্গ (Secondary Wave) কোন ধরনের বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয় না?

ক. কঠিন খ. গ্যাসীয়

গ. অর্ধতরল ঘ. তরল

৮৮. অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ কোনটি?

ক. মাওনাকেয়া খ. মাওনালোয়া

গ. ফুজিয়ামা ঘ. লাসেনপিক

৮৯. বাংলাদেশে ভূমিধসের কারণ কোনটি?

ক. বনভূমি সৃষ্টি খ. উপকূলে বাঁধ নির্মাণ

গ. পাহাড় কাটা ঘ. বৈজ্ঞানিক চাষাবাদ

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৭৪.ক ৭৫.গ ৭৬.খ ৭৭.ক ৭৮.ঘ ৭৯.ক ৮০.গ ৮১.ক ৮২.গ ৮৩.খ ৮৪.খ ৮৫.খ ৮৬.খ ৮৭.ঘ ৮৮.ক ৮৯.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা