পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১৮. পদার্থের কোন অবস্থায় অণুগুলো চার্জিত অবস্থায় থাকে?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. প্লাজমা

২০. প্লাজমা—

i. পদার্থের চতুর্থ অবস্থা

ii. কণাগুলো তড়িৎ আধান বহন করে

iii. কণাগুলোর নির্দিষ্ট আকার ও আয়তন নেই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. পদার্থের চতুর্থ অবস্থার নাম কী?

ক. প্লাজমা খ. কঠিন

গ. তরল ঘ. গ্যাস

২২. পীড়ন ও বিকৃতির অনুপাতকে কী বলে?

ক. পৃষ্ঠটান

খ. স্থিতিস্থাপকতা

গ. স্থিতিস্থাপক গুনাঙ্ক

ঘ. হুকের সূত্র

২৩. 1cm3 আয়তনের পানির ভর কত?

ক. 1gm খ. 5gm

গ. 5kg ঘ. 100gm

২৪. চাপ = কত?

ক. ভর`আয়তন খ. বল`ক্ষেত্রফল

গ. ক্ষেত্রফল`বল ঘ. ভর`ক্ষেত্রফল

২৫. নিচের কোনটি চাপের একক?

ক. Nm-3 খ. Nm-2

গ. Nm-1 ঘ. Nm

২৬. তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের ঘনত্বের কীরূপ পরিবর্তিত হয়?

ক. হ্রাস পায়

খ. বৃদ্ধি পায়

গ. প্রথমে হ্রাস পায় ও পরে বৃদ্ধি পায়

ঘ. অপরিবর্তিত থাকে

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১৮.ঘ ২০.ঘ ২১.ক ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.খ ২৬.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা