এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

২১. উদ্দীপকে উল্লিখিত জলবায়ুর আর যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়—

i. গ্রীষ্মকালীন কালবৈশাখী

ii. জুলাই মাস সর্বাধিক গরম

iii. শীতকালে বাতাসের আর্দ্রতা প্রায় ৩৬%

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২২. বায়ুমন্ডলে েবড়ে যাওয়া বিভিন্ন িগ্রনহাউস গ্যাসে সৌরতাপ আটকা পড়ার কারণে বায়ুমন্ডলের তাপমাত্রা ক্রমশ বেড়ে যাওয়াকে কী বলে?

ক. গ্রিনহাউস

খ. গ্রিনহাউস প্রতিক্রিয়া

গ. গ্রিনহাউস গ্যাস

ঘ. গ্রিনহাউস প্রভাব

২৩. ব্যাপক হারে বনজঙ্গল ধ্বংস করার কারণে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাই–অক্সাইড

ঘ. কার্বন মনো–অক্সাইড

২৪. গ্রিনহাউস গ্যাস—

i. কার্বন ডাই–অক্সাইড

ii. মিথেন

iii. নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়?

ক. অক্সিজেন

খ. নাইট্রাস অক্সাইড

গ. মিথেন

ঘ. কার্বন মনো-অক্সাইড

২৬. বাংলাদেশে প্রধান তিনটি ঋতুর অন্যতম কোনটি?

ক. বসন্ত খ. শরৎ

গ. গ্রীষ্ম ঘ. হেমন্ত

নিচের উদ্দীপকের আলোকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ড. ফরিদ একজন পরিবেশবিজ্ঞানী। তিনি গবেষণা করে দেখেন, বর্তমানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিশ্বের তাপমাত্রা এত বেশি বৃদ্ধি পেতে পারে, যার পরিণাম হবে খুবই ভয়াবহ।

২৭. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি প্রতিরোধের উপায়—

i. যানবাহনের দূষিত গ্যাস নির্গমন বন্ধ করা

ii. সঠিক মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার

iii. অরণ্য নিধন করা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. ii ও iii

২৮. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির প্রভাবে—

i. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে

ii. প্রাকৃতিক দুর্যোগ বাড়বে

iii. রোগব্যাধি কমে যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i ও iii

২৯. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ কী?

ক. গ্রিনহাউস প্রভাব

খ. ষড়ঋতুর প্রভাব

গ. জনসংখ্যার বৃদ্ধির প্রভাব

ঘ. কালবৈশাখীর প্রভাব

৩০. পৃথিবীর জলবায়ু অঞ্চলকে প্রধান কয়টি অঞ্চলে ভাগ করা যায়?

ক. ৪ খ. ৫

গ. ৬ ঘ. ৭

সঠিক উত্তর

অধ্যায় ৬: ২১.গ ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.ক ৩০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)